সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার একাধিক নতুন পদক্ষেপ ও বিদ্যমান কিছু ব্যবস্থার পুনর্মূল্যায়নের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের এক বছরপূর্তি উপলক্ষে জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে বলেন, সরকার সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং সেটির সাশ্রয়ী মূল্য বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাকে খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে তার মন্ত্রণালয় বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতাভিত্তিক পেমেন্টের ধারাসমূহ বাতিল করতে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) সঙ্গে চুক্তি পর্যালোচনা করেছে।

এমন ধারা অনুযায়ী আগে সরকারকে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের বিদ্যুৎসরবরাহের পরিমাণ নয়, বরং তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সক্ষমতার ওপর ভিত্তি করে পেমেন্ট করতে হতো।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ‘কুইক এনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই (স্পেশাল প্রোভিশন) অ্যাক্ট, ২০১০’ বা কুইক রেন্টাল আইন বাতিল করেছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি এই খাতে খরচও কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এখন আমরা বিদ্যুৎ কেন্দ্র পরিচালকদের সঙ্গে আলোচনা করছি, তারা কীভাবে কম ট্যারিফ দিতে পারে। কারণ তাদের ট্যারিফ রেটে বড় ফারাক রয়েছে।

তিনি বলেন, ২০১০ সাল থেকে দেশে গ্যাস অনুসন্ধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কারণ আগের সরকার গ্যাস আমদানিতে জোর দিয়েছে। তবে বর্তমান সরকার দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান সক্ষমতা বাড়াতে গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’কে সক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হয়েছে।

জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার মোট বিদ্যুৎ উৎপাদন খরচ ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে, যা বছরে এক হাজার একশ’ কোটি টাকার বেশি সাশ্রয় হবে।

বর্তমান সরকার আইপিপি ও যৌথ উদ্যোগ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা ভিত্তিক পেমেন্ট পর্যালোচনার জন্য দুটি কমিটি গঠন করেছে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এনডব্লিউপিজিসিএল, এপিএসসিএল, ইজিসিবি, আরপিসিএল, ও ব্রিপিএলসহ সরকারি মালিকানাধীন ২৩টি বিদ্যুৎ কেন্দ্রকে তাদের চুক্তি পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে, যেখানে চাহিদা আনুমানিক ১৮ হাজার মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য সরকারিভাবে বছরে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা সাশ্রয় এবং এসব সংস্কারের ফলে ২০২৫-২৬ অর্থবছরে মোট সাশ্রয়ের পরিমাণ হবে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম সরকারের খরচ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে আইপিপি ও যৌথ উদ্যোক্তাদের সঙ্গে চুক্তি পুনঃপর্যালোচনায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

এ বছরের মধ্যে দেশীয় উৎস থেকে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আহরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে মহানগর এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশনগুলো ভূগর্ভস্থ করার কাজ চলছে, যা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

বিপিডিসি কর্মকর্তারা জানান, আঞ্চলিক সহযোগিতার আওতায় ২০২৪ সালের ৩ অক্টোবর নেপালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ৪০ মেগাওয়াট সাশ্রয়ী মূল্যের জলবিদ্যুৎ আমদানি করা হবে।

সরকার আশা করছে, ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করবে।

সূত্র: বাসস

কেএন/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষার ধসে প্রাণ গেল ৫ জনের Jan 18, 2026
img
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ভিসা ও মোবাইল অ্যাপ চালু Jan 18, 2026
img
বয়স শুধু সংখ্যা! ৫২-তে ঘনিষ্ঠতা নিয়ে খোলামেলা কোরিওগ্রাফার গীতা Jan 18, 2026
img
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া Jan 18, 2026
img
নেতানিয়াহুর পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল Jan 18, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইতালি Jan 18, 2026
img
সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী অহনা! Jan 18, 2026
img
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে Jan 18, 2026
img
ফের চেনা ছন্দে ফিরলেন দেবলীনা, পেল বিরাট বড় সুযোগ! Jan 18, 2026
img
ইউরোপীয় ফুটবলে ৩ কোচের বিশেষ দিন Jan 18, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, জেনে নিন বাজারদর Jan 18, 2026
img
ঢাকা-১৮ আসনে এনসিপির আরিফুলকে সমর্থন দিয়ে আশরাফুল হকের প্রার্থিতা প্রত্যাহার Jan 18, 2026
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ Jan 18, 2026
img
আজ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি Jan 18, 2026
img
কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ Jan 18, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭ Jan 18, 2026
img
প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা Jan 18, 2026
img
শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নের বিরুদ্ধে ‘ঢাকা’য় মোটর শোভাযাত্রা Jan 18, 2026
img
বিচ্ছেদ আবহে তাহসানকে নিয়ে চমকপ্রদ খবর Jan 18, 2026
img
পিরোজপুরে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী Jan 18, 2026