ঢাবিতে ছাত্রদলের কমিটিতে ৬০ এর অধিক ছাত্রলীগ, অব্যাহতি মাত্র ৬

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলে ৫৯৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটির মধ্যে প্রায় ৬০ জনের অধিক জনের মতো এমন শিক্ষার্থীরা পদ পেয়েছেন যারা বিগত সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন৷ এখন পর্যন্ত এসব অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের স্যার এ এফ রহমান হলের সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন ছাত্রদলের হল কমিটির যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন।

বিজয় একাত্তর হল ছাত্রলীগের গেস্টরুমে জুনিয়রদের নির্যাতনে অভিযুক্ত অপরাধবিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব এবং দর্শন বিভাগের নিবিড় খান লোহানী যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ে যুক্ত থাকা এবং ছাত্রলীগের হয়ে নির্যাতনকারী হিসেবে গত জুলাইয়ে শিক্ষার্থীরা বয়কট করেছিলেন। গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় অভিযুক্ত আহমেদ জাবির মাহাম হাজী মুহম্মদ মুহসীন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পেয়েছেন। ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে কর্মসূচিতে দেখা যাওয়া জান্নাতুল ফেরদৌস পুতুল কুয়েত-মৈত্রী হলের কুয়েতমৈত্রী হলের সদস্যসচিব করা হয়েছে। 

২০২৪ সালের আওয়ামীলীগের একতরফা নির্বাচনে ছাত্রলীগের ঝিনাইদহ ৪ আসনের সমন্বয়ক টিমের শিবলী রহমান পাভেল হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন। ছাত্রলীগের নাটোর ২ আসনের সমন্বয়ক টিমের মো. আজিজুল হাকিম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন। 

এ ছাড়াও নানা সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে দেখা গেছে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত, অমর একুশে হলের সদস্য সচিব আব্দুল হামিদ, হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহবায়ক আবু জার গিফারী ইফতা, যুগ্ম আহবায়ক মোয়াজ শাহরিয়ার অপু, যুগ্ম আহবায়ক মো. জনি প্রামাণিক, যুগ্ম আহবায়ক মহিবুল হাসান আকন্দ, যুগ্ম সদস্য সচিব রোমান মিয়া, বিজয় একাত্তর হলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আকরানুল ইসলাম, শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এম মোমিতুর রহমান পিয়াল, যুগ্ম আহবায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন লিখন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক সাদমান সাকিব শাওন, যুগ্ম আহবায়ক রোমান সরকার, সদস্য ইমতিয়াজ আহমেদ, কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল, ফজলুল হক মুসলিম হলের আহবায়ক মো. আবিদ হাসনাত, যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক রাকিব হাসান, যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সদস্য সচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহবায়ক হাসনাথ তারিক জীম, যুগ্ম আহবায়ক জিন্নাহ আহমেদ, যুগ্ম আহবায়ক মো. সজিব হোসেন, যুগ্ম আহবায়ক মো. রাসেল হোসেন, রোকেয়া হলের সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ, স্যার এএফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিথ, সদস্য বাদশাহ বিন ফরহাদ আলভী, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ন আহবায়ক আতিক মন্ডল, যুগ্ম আহবায়ক মাহিদুল আলম ফাহিম, কবি সুফিয়া কামাল হলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকিয়া সুলতানা আলো, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহবায়ক মাহিন আহমেদ, যুগ্ম আহবায়ক আকাশ মাহমুদ, জগন্নাথ হলের সদস্য ধ্রুব রায়সহহ এমন মোট ৬০ জনকে ছাত্রদলের আহবায়ক কমিটিতে রাখা হয়েছে। 

এদিকে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে সমালোচনার মুখে মাত্র ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। রবিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহবায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এদিকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি নিয়ে উঠা অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়াকে নিয়ে একটি তদন্ত গঠন করেছে। আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে এ কমিটিকে লিখিত একটি প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।বিকেলে ঢাবি শাখার দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি Oct 03, 2025
img
মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার Oct 03, 2025
img
গ্লোবাল ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি গণসংহতি আন্দোলনের Oct 03, 2025
img
কুয়ালালামপুরে সংহতি জানিয়ে সুমুদ ফ্লোটিলা সমাবেশ Oct 03, 2025
img
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে নীলচক্র Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025
পূজার ছুটিতে অস্বাভাবিক রাজধানীর সবজির বাজার Oct 03, 2025
জামায়াত রাজাকারের বংশধর, ভোট পাবে ৬ শতাংশ: ফজলুর রহমান Oct 03, 2025
৫ই আগস্টের পর কি দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? : ব্যারিস্টার ফুয়াদ Oct 03, 2025