সৎ বাবা-মা নিয়ে আয়াশের ধারণা নেই, মন্তব্যে অপূর্বর সাবেক স্ত্রী

প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঢাকায় পা রেখেই একমাত্র সন্তান আয়াশকে দেখতে ছুটে যান তিনি। বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে দেখা যায়, গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে কাছে যান বাবা অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আয়াশ; কান্না করে দেয়।

তবে বাবা-ছেলের সুন্দর সেই মুহূর্ত নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন কিছু বিষয় তুলে আনেন একদল নেটিজেন। যারা দাবি করেন, অপূর্ব ও তার স্ত্রীর বিচ্ছেদের পর বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন ছোট্ট আয়াশ। যে কারণে বাবাকে অনেকদিন পর কাছে পেয়ে কান্না করে দেন তিনি।

নেটিজেনদের এমন মনগড়া মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অপূর্ব ও তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি।

ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী



প্রথমে এক ফেসবুক স্ট্যাটাসে অদিতি লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে। তাদের এই আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর। তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে।’

ছেলের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছে করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অপূর্ব এক স্ট্যাটাসে বলেন, যাদের মস্তিষ্ক, হৃদয়ে নেগেটিভিটির ক‍্যান্সার তাদেরকে, মা-বাবা তাদের সন্তানকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ এই অভাগারা জানে না প্রতিটা বাবা-মায়ের কাছেই তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন-সবকিছু তারা নিজের হৃদয়ে অনুভব করে। সন্তানের হাসি-কান্না তার প্রতিটা অনুভূতি পিতা-মাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। তারা জানে না আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন অন্য একজন পিতা-মাতাও তার সন্তানকে ঠিক ততটাই ভালোবাসেন। নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতো অসুস্থতা থেকে আপনারা দ্রুত সেরে উঠুন, সেই প্রত্যাশা করি। আমার বা অন্য কারো সন্তান নিয়ে মনগড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন। আপনি যদি সত্য না জানেন, তবে নীরব থাকুন। কারণ কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির ‘আইটেম’ নয়।

জানিয়ে রাখা ভালো, বিচ্ছেদের পর অপূর্ব-অদিতি দুজনেই নতুন করে সংসার জীবন শুরু করেছেন। তাদের দুজনের জীবনেই এসেছে নতুন মানুষ। ফলে অনেকেই বিষয়টি নিয়ে আয়াশকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

এ নিয়ে এক ফেসবুক লাইভে নাজিয়া হাসান অদিতি বলেন, ‘আয়াশের জীবনে অপ্রাপ্তি আছে অবশ্যই। কারণ বাবা-মা একসঙ্গে না থাকাটা একটা অপ্রাপ্তি। এটা আমাদের জন্যও যন্ত্রণাদায়ক।



ডিভোর্সের পরে আমরা সবসময় চেষ্টা করেছি ওকে ভালো রাখার। দুই পরিবারই ওকে কখনো নেগেটিভিটির মাঝে রাখতে চাই না। কিন্তু একটা ভিডিও ক্লিপের কারণে ওকে হঠাৎ করেই এসবের মাঝে পড়তে হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আয়াশ এসব জানেও না বুঝেও না। সে খুব হ্যাপি কিড।’

অদিতি আরও বলেন, ‘আয়াশ আমার সাথেই থাকে। জন্মের পর থেকেই আমার সঙ্গে ছায়ার মতো থাকে।

ওর বাবাও তাকে অনেক ভালোবাসে। আমরা চেষ্টা করি এক ছাদের নিচে না থাকলেও আয়াশকে সব ধরণের নেগেটিভিটি থেকে দূরে রাখার।’

সবশেষ অপূর্বের সাবেক স্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত আয়াশ তার বাবার কাছ থেকে বা আমার কাছ থেকে কখনো কোনো অসম্মান দেখেনি। এ কারণে সে দুজনকেই খুব ভালোবাসে। হয়তো মানুষের কাছে আমরা অপরাধী। কারণ আপনারা হয়তো এমন কোনো সিদ্ধান্ত আমাদের কাছ থেকে প্রত্যাশা করেননি। তবে আয়াশ এখনও পর্যন্ত সৎ বাবা-সৎ মা এসব সম্পর্কে বুঝে না।

হয়তো বুঝবে। কিন্তু আমরা চেষ্টা করি, সে যেন একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠে। আপনারা সবসময় ওর জন্য দোয়া করবেন, যেন সে ভালো থাকে আমাদের মাঝে।’

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ Aug 10, 2025
img
২৬ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছে থাম্মুদু! Aug 10, 2025
img
মৎস্য-প্রাণিসম্পদ ব্যাংক তৈরি করা হবে: মৎস্য উপদেষ্টা Aug 10, 2025
'কাউকে ভোট দিবো না, এই সরকার ৫ বছর থাকুক' Aug 10, 2025
রাজকাহিনী’ নিয়ে আবীরের স্পষ্ট মত এবং সৃজিতের প্রতিক্রিয়া Aug 10, 2025
সুস্মিতা ও ললিত মোদীর সম্পর্ক নিয়ে চরম বিতর্ক, কেন ‘গোল্ড ডিগার’ বলা হয়? Aug 10, 2025
পরমব্রত-পিয়ার ছেলের ছবি অবশেষে ভক্তদের সামনে Aug 10, 2025
ছেলের জন্মদিনে পরীর আবেগঘন পোস্ট, নীরব রাজ Aug 10, 2025
img
বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ Aug 10, 2025
টি-টোয়েন্টিতে সেরা স্পিনার নিয়ে রশিদের র‍্যাপিড ফায়ার রাউন্ড মন্তব্য Aug 10, 2025
img
স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর Aug 10, 2025
ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিলেন শাহীন শাহ আফ্রিদি Aug 10, 2025
কোহলির ওয়ানডে অবসরের প্রস্তুতি শুরু Aug 10, 2025
ফরজ নামাজের পর নবীজি যে আমল করতেন Aug 10, 2025
img
ডিসেম্বরের মধ্যেই এনসিটিসহ ৩ টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তর করা হবে: বিডার নির্বাহী চেয়ারম্যান Aug 10, 2025
img
হেঁটে বেড়াচ্ছেন ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা! Aug 10, 2025
img
নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা ছাত্রদলের Aug 10, 2025
img
যুক্তরাষ্ট্রকে ৭৫ ভাগ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টা Aug 10, 2025
img
মায়ের কঠোরতার গল্পে মজা করলেন শিল্পা ও শমিতা Aug 10, 2025
img
নীল গাউনে আবারও গ্ল্যামার ছড়ালেন দিশা পাটানি Aug 10, 2025