ঢাবির দুই বিভাগের শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ ও ব্লকেডের ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “স্বতন্ত্র রাষ্ট্রবিজ্ঞান, রক্ষা করো রক্ষা করো”, “পিএসসির প্রহসন, মানি না মানবো না”, “পিএসসির স্বজনপ্রীতি, মানি না মানবো না”, “শিক্ষা ক্যাডার শিক্ষা ক্যাড, রক্ষা করো রক্ষা করো” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগ সম্প্রতি পিএসসির কাছে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সঙ্গে তাদের বিভাগকে মার্জ করার সুপারিশ করা হয়েছে। তাদের দাবি, এই প্রস্তাব রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র, মর্যাদা ও পেশাগত পরিসরে সরাসরি হস্তক্ষেপ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক পাঠ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে শতবর্ষের ঐতিহ্য, সুসংহত পাঠক্রম, নিজস্ব গবেষণা ক্ষেত্র এবং প্রজন্মের পর প্রজন্মে গড়ে ওঠা অ্যাকাডেমিক কাঠামো। অন্য বিভাগের সঙ্গে মার্জ হলে এই মর্যাদা ক্ষুণ্ন হবে এবং শিক্ষা ক্যাডারে যোগ্যতা ও প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান সমাবেশে বলেন, পিএসসির ভেতরে কিছু লোক ব্যক্তিগত স্বার্থে এমন ডিপার্টমেন্টের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করতে চাইছে, যাদের পাঠ্যসূচির সঙ্গে আমাদের কোনো মিল নেই। এটি সম্পূর্ণ প্রহসনমূলক এবং আমাদের মতামত ছাড়াই গোপনে করা হচ্ছে। তিনি উদাহরণ টেনে বলেন, লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান মার্জ করা হলে, এটি হবে ঠিক ডেন্টালের ডাক্তারকে সাধারণ মেডিকেল চিকিৎসা দেওয়ার মতো অযৌক্তিক।

২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান লিখন বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের স্বাতন্ত্র নষ্ট করে দেওয়ার এই পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। আমরা অন্য বিভাগের শিক্ষা ক্যাডারের বিপক্ষে নই, বরং চাই প্রত্যেক বিভাগ তাদের নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ক্যাডার পাক।

আবু সুফিয়ান বলেন, পিএসসি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা আমাদের অধিকার ক্ষুণ্ন করবে। এর প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় শাহবাগে আমরা ব্লকেড কর্মসূচি পালন করবো।

এদিকে একই অভিযোগ এনে রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ। এ সময় তারাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আগামীকালের শাহবাগ ব্লকেড কর্মসূচির সাথে সংহতি জানিয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, সই হতে পারে ৫ সমঝোতা স্মারক Aug 10, 2025
img
গোলাপি গাউনে রোজাকে ‘বার্বি ডলে’র সঙ্গে তুলনা করছে ভক্তরা Aug 10, 2025
img
শেখ হাসিনাকে ফেরাতে ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা Aug 10, 2025
img
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ Aug 10, 2025
img
নিউ মার্কেট এলাকা থেকে অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ Aug 10, 2025
img
ট্রাম্প-পুতিনের বৈঠক বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ Aug 10, 2025
img
ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার বার্তা, যে প্রশ্ন তুললেন সালাহ Aug 10, 2025
img
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Aug 10, 2025
img
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি Aug 10, 2025
img
ব্যাংকে আটকে থাকা টাকা নিয়ে মুখ খুলল বিসিবি Aug 10, 2025
img
ইংলিশ ক্লাব ফুটবলের আনুষ্ঠানিক দামামা বাজবে আজ Aug 10, 2025
img
ভারত পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি: খাজা আসিফ Aug 10, 2025
img
কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫ Aug 10, 2025
img
স্বৈরাচারী শাসন অবসানের পর নতুন পথে হাঁটছে বাংলাদেশ : আমিনুল হক Aug 10, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ৮৯তম Aug 10, 2025
img
শুষ্ক থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই Aug 10, 2025
img
কারিনার সঙ্গে ঘনিষ্ঠতার স্মৃতি টেনে বিতর্কে অর্জুন Aug 10, 2025
img
ধারের টাকায় কেনা শাহরুখের ‘মান্নাত’ এখন ২২ গুণ! Aug 10, 2025
img
আজ এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ Aug 10, 2025
img
শেখ হাসিনা শুধু স্বৈরশাসক নন, মাদকেরও নেত্রী ছিলেন: এ্যানি Aug 10, 2025