ফ্রান্সে অভিবাসীদের ২১০ দিন পর্যন্ত আটক রাখার বিধান বাতিল

ফ্রান্সে ‘বিপজ্জনক’ বিবেচিত অভিবাসীদের প্রশাসনিক আটক কেন্দ্রে (সিআরএ) ৯০ দিনের বেশি সময় আটকে রাখার বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক কাউন্সিল। বৃহস্পতিবার (৭ আগস্ট) দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, গুরুতর অপরাধে দণ্ডিত কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত অভিবাসীদের ২১০ দিন পর্যন্ত আটক রাখার নতুন বিধানটি ফরাসি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থি এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে অপ্রয়োজনীয়।

বামপন্থী আইনপ্রণেতাদের আবেদনের ভিত্তিতে মামলাটি সংবিধানিক কাউন্সিলে ওঠে এবং আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, প্রস্তাবিত এই বিধানের আওতায় এমন অভিবাসীরাও পড়তেন যারা সাজা ভোগ করে মুক্তি পেয়েছেন এবং আর কোনো সক্রিয় হুমকি নন। বর্তমান ফরাসি আইন অনুযায়ী, শুধু সন্ত্রাসবাদে জড়িত অভিবাসীদের ক্ষেত্রে ২১০ দিন পর্যন্ত আটক রাখা সম্ভব।

কিন্তু নতুন আইনের আওতায় ধর্ষণ, হত্যা, সহিংসতা, চুরি বা মাদক পাচারের মতো অপরাধে দণ্ডিত অভিবাসীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হতো।

মানবাধিকার সংস্থা লা সিমাদ এ রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এটি এক কঠোর ও অকার্যকর নিরাপত্তানীতির বিপরীতে স্পষ্ট বার্তা। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফানেলি কারে-কন্তে মন্তব্য করেন, কোনো আইনের মাধ্যমে কারো স্বাধীনতা কেড়ে নেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তবে ডানপন্থী রাজনীতিকরা এ রায়কে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করছেন; রক্ষণশীল এলআর দলের নেতা লরো ওয়াকিয়েজ অভিযোগ করেন, ফ্রান্সে যেখানে ৯০ দিনের বেশি আটক রাখা সম্ভব নয় সেখানে প্রতিবেশী দেশগুলোতে অভিবাসীদের ১৮ মাস পর্যন্ত আটকে রাখার নজির রয়েছে।

বিতর্কিত এই আইনটির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো প্রথম থেকেই সরব ছিলেন। বিশেষ করে ২০২৪ সালে প্যারিসে এক শিক্ষার্থী হত্যাকাণ্ডে এক মরক্কোর নাগরিকের সম্পৃক্ততা সামনে আসার পর যিনি কয়েক বছর জেল খেটে ডিটেনশন সেন্টার থেকে সদ্য মুক্তি পেয়েছিলেন এবং ফ্রান্স ছাড়ার নির্দেশ থাকা সত্ত্বেও দেশে অবস্থান করছিলেন। সেই ঘটনার পরেই মন্ত্রী অভিবাসন আইন কঠোর করার উদ্যোগ নেন এবং ২১০ দিনের আটকাদেশের দাবি তোলেন। যদিও সংবিধানিক কাউন্সিল নতুন আইনের বেশ কয়েকটি ধারা বাতিল করেছে তথাপি কিছু বিধান বহাল থেকেছে।

২০২৪ সালে ফ্রান্সজুড়ে মোট ২৫টি সিআরএ-তে ৪০ হাজার ৫৯২ জন অভিবাসী আটক হন। যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ৪৬ হাজার ৯৫৫ জন; গড়ে প্রতিটি অভিবাসী ৩৩ দিন করে আটক ছিলেন।

উল্লেখ্য, ফ্রান্সে ১৯৯৩ সালে অনিয়মিত অভিবাসীদের ১০ দিনের জন্য আটক রাখার বিধান চালু হয়। যা ২০১৮ সালে বাড়িয়ে ৯০ দিন করা হয় এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে সর্বোচ্চ ২১০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি Oct 24, 2025
img
দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে : জাহিদ হোসেন Oct 24, 2025
img
শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ Oct 24, 2025
img
বতসোয়ানায় ৩৭.৪ ক্যারেট ওজনের বিরল অর্ধ-গোলাপী হীরা আবিষ্কৃত Oct 24, 2025
img
একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে : এ্যানি Oct 24, 2025
img
অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না : সারজিস Oct 24, 2025
img
টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয়দের মূল স্কোয়াডে পরিবর্তন Oct 24, 2025
img
সাবেক রাষ্ট্রপতি হামিদ, হাসিনা, কাদেরসহ ১৭২ জনের নামে মামলা Oct 24, 2025
img
রশিদ-জাম্পাকে পেছনে ফেলে রিশাদের বিশ্বরেকর্ড Oct 24, 2025
img
এনসিপিতে আছি, সরকার গঠন পর্যন্ত দলের সাথেই থাকবো : পাটওয়ারী Oct 24, 2025
img
হোটেলে ইঁদুর দেখে অজি নারী ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক Oct 24, 2025
img
২৯ বছরের নারীর অভিযোগে সংগীত পরিচালক গ্রেপ্তার Oct 24, 2025
img
ঋতুপর্ণাদের ৩-০ গোলে উড়িয়ে দিল থাইল্যান্ড Oct 24, 2025
img
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ক্রিস্টেনসেনের Oct 24, 2025
বাংলাদেশ দলে সিদ্ধান্ত নেয় কে? স্পষ্ট করলেন মিরাজ Oct 24, 2025
শাহরুখ-পুত্র আরিয়ানের নতুন সিরিজ, বিতর্ক ও গোপন সত্যের ছায়া! Oct 24, 2025
রাকসুতে নির্বাচিতদের উদ্দেশ্যে যা বলেন তাহসিন খান Oct 24, 2025
img
এনসিএলে ৮ দলের প্লেয়ার লিস্ট প্রকাশ Oct 24, 2025
img
রাশিয়া কখনোই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না : ট্রাম্প Oct 24, 2025
img
ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে : মির্জা ফখরুল Oct 24, 2025