প্রায় এক দশক পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা সুরজ বরজাতিয়া ও সুপারস্টার সালমান খান। রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে নতুন এক রোমান্টিক পারিবারিক ছবি, যেখানে থাকবে বরজাতিয়ার সিগনেচার উষ্ণতা, সরলতা আর পারিবারিক মূল্যবোধের ছোঁয়া।
‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ও ‘প্রেম রতন ধন পায়ো’র মতো কালজয়ী হিট ছবির পর এই জুটি ফিরছে দর্শকদের মন জয় করতে। বরজাতিয়া জানিয়েছেন, নতুন ছবিতে সালমানের চরিত্র হবে একদিকে মজাদার ও আকর্ষণীয়, অন্যদিকে বয়স ও অভিজ্ঞতার ছাপও ফুটে উঠবে।
অফিশিয়াল ঘোষণা আসছে নভেম্বরে, তবে গল্প বা অন্য কোনো অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। সবকিছু গোপন থাকলেও বলিউডে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা–কল্পনা। ২০১৫ সালে মুক্তি পাওয়া তাদের শেষ ছবি বক্স অফিসে সাফল্যের রেকর্ড গড়েছিল। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারও সেই জাদু দেখার জন্য।
এসএন