গতকাল অনুষ্ঠিত প্রাধা সিনেমার ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার রাম পোথিনেনি। তিনি সিনেমাটির প্রধান অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, অনুপমা যে মাত্রায় সিনেমার প্রতি দায়বদ্ধ ছিলেন তা সত্যিই প্রশংসনীয়। রাম আরও প্রকাশ করেন, অনুপমা শুধু একজন অভিনেত্রী নন, এই প্রজেক্টে তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন, যা তার নিষ্ঠা ও পরিশ্রমের পরিচায়ক।
রাম পোথিনেনি বলেন, প্রাধার গল্প ও পরিবেশের দিক থেকে তাকে ‘লাপাটা লেডিজ’ সিনেমার মতো মনে হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেন যে, তেলুগু সিনেমায় এমন শক্তিশালী ও প্রভাবশালী গল্প দেখার সুযোগ খুব কম হয়। প্রাধা সিনেমাটি ভারতীয় সিনেমার জন্য বিশেষ প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাধা সিনেমাটির পরিচালনা করেছেন প্রবীন কন্দ্রেগুলা। আগামী ২২ আগস্ট সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। রাম সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, সিনেমাটি মুক্তির পর অবশ্যই দেখতে ভুলবেন না।
এসএন