সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘এহদে ওয়াফা’ এবং ‘ইশক তামাশা’ খ্যাত অভিনেত্রী আলিজাহ শাহ। ভক্তদের কটাক্ষের শিকার অভিনেত্রী।
পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে জানা যায়, নিজের ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ভিডিও আপলোড করেন আলিজাহ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুরুষকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। ভিডিওতে সেই পুরুষের হাত স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন ভিডিওতে থাকা পুরুষটি আলিজাহর প্রেমিক।
আলিজাহর আপলোড করা ভিডিওটি দ্রুত বিভিন্ন ইনস্টাগ্রাম পেজে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা এ ভিডিও নিয়ে শুরু করেন তীব্র সমালোচনা।
অভিনেত্রী এমন ভিডিও পোস্ট করায় এক ভক্ত হতাশ হয়ে লেখেন, ‘এটা কী ধরনের পাগলামি আর এর মধ্যে বিশেষত্বই বা কী আছে?’
আলিজাহর নিন্দা করে একজন লেখেন, ‘তিনি ‘এহদে ওয়াফা’-এর দুয়ার মতো নিষ্পাপ নন।’
প্রসঙ্গত, পাকিস্তানের অভিনেত্রী আলিজাহ অভিনয় ছাড়া প্রায়ই ব্যক্তিগত ইস্যু নিয়ে মিডিয়ার আলোচনায় থাকেন। এর আগে সহ-অভিনেত্রী মিনসা মালিকের সঙ্গে ঝগড়া করে আলোচনায় এসেছিলেন। প্রবীণ গায়িকা শাজিয়া মঞ্জুরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও তুলেছিলেন পাকিস্তানের এ সুন্দরী তারকা।
এফপি/ টিএ