ফাওয়াদ খান অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড ফিরতি ছবি ‘আবীর গুলাল’ অবশেষে বড় পর্দায় মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট, ২০২৫ সালে। ছবিতে তার সঙ্গে রয়েছেন বাণী কাপুর। ছবিটির প্রাথমিক মুক্তি মে মাসে নির্ধারিত ছিল, কিন্তু ২২ এপ্রিল পাহালগাম সন্ত্রাসী হামলার পর এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়। ওই ঘটনার পর থেকে ভারতীয় চলচ্চিত্র জগতে পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে চাপ বেড়ে যাওয়ায় ছবিটির প্রচারণা বন্ধ হয়ে যায় এবং সঙ্গীতও অনলাইন থেকে তুলে নেওয়া হয়।
বর্তমানে ছবিটি আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার প্রস্তুতি চলছে, যেখানে বিদেশি দর্শকরা এই রোমান্টিক নাটকটি দেখতে পারবেন। যদিও ছবিটির ভারতীয় মুক্তি এখন অনেকটাই অনিশ্চিত বলে জানা গেছে। নির্মাতারা মূলত আন্তর্জাতিক বাজারেই ছবির উপর গুরুত্বারোপ করছেন এবং ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য এই ছবি পর্দায় আসা কঠিন বলে বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
ছবির নাম পরিবর্তিত হয়ে ‘আবীর গুলাল’ থেকে ‘আবীর গুলাল’ বা ‘আবীর গুলাল’ হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এসএন