চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে গিয়েছিল হাড়হিম করা জঙ্গি হামলা। বৈসরনে সেই ঘটনায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়াল।
মধুচন্দ্রিমায় স্বামীকে হারিয়ে দেশজুড়ে শোকের ছায়া ফেলেছিলেন বিনয়ের স্ত্রী হিমাংশী নরওয়াল। এবার শোনা যাচ্ছে, তিনি আসতে পারেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এ।
ভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, বিগ বসের নির্মাতারা হিমাংশীকে শো-তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। কারণ তিনি ইতিমধ্যেই প্রচারের আলোয় এবং দর্শকের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন বলে মনে করছেন তারা।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিমাংশীর জীবনসংগ্রাম দর্শকের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তবে শো-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর গুঞ্জন উঠেছে— হিমাংশী নাকি ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু। সেই সূত্রে তাকে নাকি বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তিনি চূড়ান্তভাবে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন হিমাংশী ও বিনয়। বিয়ের পর মধুচন্দ্রিমায় পেহেলগামে যান তারা। বৈসরনে জঙ্গি হামলায় প্রাণ হারান বিনয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হিমাংশীর কাঁদতে থাকা একটি ছবি, যেখানে তিনি নিহত স্বামীর মাথার পাশে বসে আছেন।
প্রসঙ্গত, ‘বিগ বস ১৯’ শুরু হতে চলেছে আগামী ২৪ আগস্ট। এবারের মৌসুমে কারা কারা থাকছেন, তা নিয়েই এখন চলছে জোর আলোচনা।
এসএন