রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় নিশোর অভিনয়।
এদিকে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’তে দেখা যাবে আফরান নিশোকে। পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে দর্শকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘কে আসছে? নায়ক নাকি খলনায়ক? রক্ষক নাকি ভক্ষক? জানতে পারবেন শিগগিরই। আকার হাফ লুক পোস্টার। আসছে এই সেপ্টেম্বরে, শুধুমাত্র হইচই-এ।’
তার কথায়, ‘অসহায় তাড়িয়ে বেড়াও কাছে টানো হিংস্র শ্বাপদ, ভাবছো যেটা বীরের প্রতীক আসলে সে মস্ত আপদ।’ সিরিজটি সামাজিক থ্রিলার ঘরানার। এই সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর ওটিটিতে কাজ করেছেন নিশো।
শেয়ার করা পোস্টারে দেখা যায়, পাশাপাশি দুইটি ছবি। এক ছবিতে মাথায় ক্যাপ পরনে শার্ট অন্যদিকে চোখে প্রতিহিংসার নেশা, লম্বা চুলে যেন হিংস্রতা ধরা দিয়েছে। তবে মুখের পুরো অংশ দেখা যায়নি, যা রহস্যের ইঙ্গিত দেয়।
এসএন