আয়ান মুখার্জি পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের থ্রিলার ‘ওয়ার ২’ মুক্তির আগে সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়েছে।
হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানিকে নিয়ে নির্মিত এই ছবিতে ছয়টি সংলাপ পরিবর্তনের অনুমোদন দিয়েছে বোর্ড। কিছু সংলাপ মিউট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে একটি বিতর্কিত অঙ্গভঙ্গি।
এছাড়া একটি অশ্লীল মন্তব্য সংযতভাবে বদলে দেওয়া হয়েছে এবং প্রায় নয় সেকেন্ডের একটি ‘সংবেদনশীল’ দৃশ্য- যা কিয়ারা আডভানির বিকিনি সিকোয়েন্সের অংশ বলে জানা গেছে- ছেঁটে ফেলা হয়েছে।
এসব পরিবর্তনের পর ছবিটি ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকদের জন্য ইউ/এ রেটিং পেয়েছে। এখন জমজমাট অ্যাকশন ভরা এই সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত, আর দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
কেএন/এসএন