গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের একটি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৩৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।
মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া ২৪ ঘণ্টায় ৩৭০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ নিয়ে মোট ২৩ হাজার ৬৩৩ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ৫৮ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক দুই শতাংশ নারী রয়েছে।