স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাড়ে আটকা পড়ে শত শত যানবাহন। পরে তারা ১৭ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার বলেন, গতকাল আমরা উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিলাম। আজকে এখানে রেলপথ ও মহাসড়ক অবরোধ করার কথা ছিল। কিন্ত রেলের সিডিউল বিপর্যয় ঘটার আশংকায় রেলপথ বাদ দিয়ে শুধু মহাসড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
সমাজ বিজ্ঞান বিভাগের সৃষ্টি ব্যানার্জি বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরা ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছি। কিন্তু সরকারের কোন পক্ষ এ বিষয়ে কর্ণপাত করছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছিলাম।
আগামী ১৭ আগস্ট একনেক সভা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি সরকার ওই সভায় আমাদের দাবি মেনে নিয়ে ডিপিপির অনুমোদন দেবে। তা না হলে ওই দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১১টা ৫০ মিনিটে এসে মহাসড়কে বসে পড়েন। তারা উভয় লেনই বন্ধ করে দেওয়ায় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ অবস্থায় উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়েছিল। এ কারনে যাত্রী ও যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছিল। শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সওে যাওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় দীর্ঘদিন যাবত শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। ২৬ জুলাই থেকে চলছে লাগাতার চলছে নানা কর্মসূচি। তাদের আন্দোলনের সাথে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সংগঠনও একাত্মতা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত ডিপিপি অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এলাকা পরিদর্শন শেষে পরিবেশের দোহাই দিয়ে ডিপিপির বিরোধিতা করেছেন। যে কারণে একনেকে ডিপিপি উপস্থাপন ও পাস হচ্ছে না।