বলিউডে একইসঙ্গে মুক্তি পায় অজয় দেবগনের ‘সন অফ সর্দার টু’ ও সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক টু’। মুক্তির ১৩ দিন পার হওয়ার পর আয়ের দিক থেকে কে এগিয়ে- তা এবার আলোচনায়।
দুটি সিনেমারই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের দীর্ঘ প্রতিক্ষা থাকলেও বক্স অফিসে এর আয় খুব বেশি আশাব্যঞ্জক হয়নি। মুক্তির সময়ে সিনেমা দুটি প্রবল প্রতিযোগিতার মুখে পড়লেও মোহিত সুরির ‘সাইয়ারা’ সে সময় বক্স অফিসে রাজত্ব শুরু করে। এরই মধ্যে মুক্তির তালিকায় যোগ হয় আরও দুটি সিনেমা- ‘ওয়ার টু’ ও ‘কুলি’।
বলা বাহুল্য, বলিউডে এখন সিনেমার বাজার রমরমা; একসাথে বহু ছবির মুক্তি! কিন্তু প্রশ্ন, দুই সপ্তাহ পরে ‘সন অফ সর্দার টু’ ও ‘ধড়ক টু’ আয়ের দিক থেকে কোনটি এগিয়ে রইল?
স্যাকনিল্কের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, ১৫০ কোটি বাজেটের অজয় দেবগনের কমেডি ঘরানার ‘সন অফ সর্দার টু’ দুই সপ্তাহে শুধু ভারতের বাজারেই আয় করেছে ৪৫ কোটি ১২ লক্ষ রুপি।
এদিকে তৃপ্তি দিমরি ও সিদ্ধার্থ চতুর্বেদীর রোম্যান্টিক ঘরানার ‘ধড়ক টু’ এর বাজেট ছিল ৪৫ কোটি রুপি। ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২২ কোটি ২৪ লক্ষ রুপি, যা আয় ও জনপ্রিয়তার দিক থেকে ‘সন অফ সর্দার টু’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে।
এমকে/এসএন