গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজার নেতৃত্বে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন জহুরুল হক নার্সিং কলেজের সামনে থেকে সাবেক গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শাকিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলা রয়েছে।
ওই মামলায় তাকে আটক করা হয়েছে।
অন্যদিকে গতকাল রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি এরশাদুল হককে তার এলাকা থেকে অপর একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম উভয়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর