ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে দুর্বৃত্তায়ন চলছে। তা বন্ধ করতে হবে। পৃথিবীর কোনো দেশে বিশ্ববদ্যালয়ে রাজনীতি হয় না। শুধু আমাদের দেশে হয়।’
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক চট্টগ্রাম জেলার কর্মশালায় ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্র, হল দখলের নয়। রাজনীতি প্রজন্মকে শেষ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।’
ড. আ ফ ম খালিদ বলেন, ‘যারা নিজ দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানায় তারা দেশ প্রেমিক নয়। যাদের দ্বিতীয় ল্যান্ড আছে, তারা দেশ প্রেমিক না। দেশ প্রেমিক হলে দেশে টাকা আয় করে কেউ বিদেশে পাচার করতে পারে না।’
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘দেশে সংখ্যা লঘুরা নির্যাতিত- বিশ্বব্যাপী এমন অপপ্রচারণা চালানো হচ্ছে, অথচ সাম্প্রদায়িক সম্প্রতির রোল মডেল বাংলাদেশ। আশপাশে তাকালে বোঝা যাবে দেশের সব ধর্মের মানুষ সৌহার্দপূর্ণভাবে বসবাস করছেন বাংলাদেশে।’
সম্প্রীতি নষ্ট করে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের ঐতিহ্যে আঘাত করে। অথচ সবাই মিলে বাংলাদেশ। সবাইকে নিয়ে এই দেশ গড়তে হবে।’
ধর্ম নিয়ে উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় উপাসনালয়কে যারা অপবিত্র করেন, তারা দুর্বৃত্ত। ধর্মকর্মকে প্রভাবিত করতে না পারলে ধর্ম পলান করে কোনো লাভ নেই। ধর্ম আমাদের নৈতিকতাবোধকে জাগ্রত করে।’
এ সময় কর্মশালায় হিন্দু-বৌদ্ধসহ নানা ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএন