পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই রাতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বরাবর লেখা এক বার্তায় বলা হয়, ইতোমধ্যে পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতি দ্রুত আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে (আব্দুল আউয়াল মিন্টু) অনুরোধ করা হলো। বিষয়টি অতিব জরুরি।

সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ অনুরোধ করা হয়।

অন্যদিকে, কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমি জানি না।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ গেছে।

সে কারণে হয়ত কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট দল রয়েছে। বিষয়টি তারাই দেখাশোনা করছেন।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

ইএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে সাবেক শিক্ষকের মামলা Aug 19, 2025
img
জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, তা ঠিক হয়নি: সালাহউদ্দিন Aug 19, 2025
প্রিন্স মামুনের কালো দুনিয়া তথ্য ফাঁস করলেন ব্লু ফেইরি লায়লা Aug 19, 2025
বাংলা গানে রীলস তৈরী করে ভাইরাল বলিউড অভিনেত্রী বিদ্যা বালান Aug 19, 2025
ইত্যাদি ' অনুষ্ঠানের এবারের পর্ব ভোলার চরফ্যাশনে,শেষ মূহুর্তের প্রস্তুতি Aug 19, 2025
পুতিন ও জেলেনস্কি আগামী দুই সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করবেন: জার্মান চ্যান্সেলর Aug 19, 2025
img
ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিল ইইউ Aug 19, 2025
img
আমিরের পরকীয়া ও অবৈধ সন্তানের অভিযোগে ফের আলোচনায় জেসিকা হিন্স Aug 19, 2025
img
বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ Aug 19, 2025
img
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার Aug 19, 2025
img
‘এ’ ক্যাটাগরি শূন্য রেখেই পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ Aug 19, 2025
img
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়া নিয়ে খেপলেন কিম Aug 19, 2025
img
ভারত হাসিনা-আ. লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না : দুদু Aug 19, 2025
img
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের নতুন বার্তা Aug 19, 2025
img
যুবদলের ৬ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে Aug 19, 2025
img
টিজারেই দর্শকের কৌতূহল চরমে, ভৌতিক প্রেমের গল্পে মাতাতে আসছে ‘থামা’ Aug 19, 2025
img
চট্টগ্রামে রায় শুনে বিচারকের ওপর জুতা নিক্ষেপ করলেন আসামি Aug 19, 2025
img
প্রথম ১০ সেকেন্ডেই ট্রাম্পকে চারবার ধন্যবাদ দিলেন জেলেনস্কি Aug 19, 2025
img
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল Aug 19, 2025
img
পাকিস্তানের ৩০ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ Aug 19, 2025