ডাকসু নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আলোচিত লেখক ও গবেষক পিনাকী ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে চলেছে আগামী ৯ সেপ্টেম্বর।
ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে এবং ছাত্রদল, ছাত্রশিবির ও বামসংগঠনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। এই নির্বাচনে জোট ও প্যানেলের অবস্থান নিয়ে শুরু থেকেই সৃষ্টি হয়েছে তুমুল রাজনৈতিক আলোচনার।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘ছাত্রশিবির ভিপি, জিএসসহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে এবং শিবিরের বিজয় হবে ফেনোমেনাল’।
তিনি উল্লেখ করেন, ভোটের তফাৎ প্রচুর হতে পারে এবং এই ফলাফল বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
তবে পিনাকী উদ্বেগ প্রকাশ করেন, শেষ মুহূর্তে বামপন্থীরা নির্বাচন বয়কট করতে পারে, যা নির্বাচনের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটাবে। তার ভাষ্য, ‘এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু স্যেকুলার এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে’।
পিনাকী কটাক্ষের সুরে বলেন, ‘একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল, ভারত বা পশ্চিমাদের নাই’। তিনি সতর্ক করেন, নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে এর ফলাফল শুধু বাঙ্গু প্রগতিশিলরা নয়, সম্ভবত ইসলামপন্থীরাও তা বুঝতে পারবে না।
কেএন/টিএ