নৌপরিবহন উপদেষ্টার সাথে এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, যেখানে মোংলা বন্দর উন্নয়ন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংগ্রহ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়। এগুলো হলো— “এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন অব মোংলা পোর্ট” এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের “দুটি ক্রুড অয়েল ট্যাংকার ও দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ” প্রকল্প।

ড. সাখাওয়াত হোসেন বৈঠকে বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে এই প্রকল্পটি অত্যন্ত জরুরি। প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুমোদন পেলেও জিটুজি ও জিওবি'র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের জন্য লোন এগ্রিমেন্ট জরুরি ভিত্তিতে হওয়া প্রয়োজন। এক্ষেত্রে জিওবি অংশে অর্থায়ন নিশ্চিত কিন্তু চীনা অংশে লোন এগ্রিমেন্ট না হওয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, মোংলা বন্দরের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বর্তমানে কোনো টার্মিনাল জেটি নেই। প্রকল্পের আওতায় দুটি টার্মিনাল জেটি নির্মাণ করা হবে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি ক্রুড অয়েল ট্যাংকার ও দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ প্রকল্পটিও গুরুত্বপূর্ণ। এর বাইরে আরও দুটি জাহাজ ক্রয়ের কার্যক্রম চলছে এবং শিগগিরই আরও তিনটি জাহাজ ক্রয়ের কার্যক্রম শুরু হবে।”

এক্সিম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিএসসি’র জাহাজ ক্রয়ের লোন এগ্রিমেন্ট এ বছরের মধ্যেই হতে পারে। আর মোংলা বন্দরের প্রকল্পের বিষয়ে আগামী বছরের শুরুতে চুক্তি সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া মোংলা বন্দরের প্রকল্পের লোন এগ্রিমেন্ট বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, চলতি বছরের মধ্যেই সিডকার (CIDCA) সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বলেন, “বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। সরকার যেকোনো প্রকল্প বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্দর অবকাঠামো ও শিপিং খাতে আরও প্রকল্প গ্রহণ করা হবে।
বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান Aug 21, 2025
img
আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো : রাজ রীপা Aug 21, 2025
img
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব Aug 21, 2025
img
২০০ মিলিয়ন খরচ করে যে দুই তারকাকে ভেড়াতে প্রস্তুত বার্সেলোনা Aug 21, 2025
img
ডাকসু নির্বাচনে কারচুপি: তদন্ত কমিটির মিটিংয়ে থাকবেন রাশেদ খান Aug 21, 2025
img
আমার সৌন্দর্যের কেউ প্রশংসা করে না : তুষি Aug 21, 2025
img
রোহিতের পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস! Aug 21, 2025
img
৮ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান Aug 21, 2025
img
‘ভুল আংটি’ দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাবের অভিযোগ রোনালদোর বিরুদ্ধে Aug 21, 2025
img
সাকিবের উইকেট ও ম্যাকয়ের দাপটে অ্যান্টিগার রোমাঞ্চকর জয় Aug 21, 2025
img
বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছে আদালত Aug 21, 2025
img
ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকার পরিষদের Aug 21, 2025
img
দেবের প্রশংসায় ‘বাংলার ক্রাশ’ খেতাবে ইধিকা পাল Aug 21, 2025
img
আশুলিয়ার ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক এসআই শেখ আফজালুল Aug 21, 2025
img
খাগড়াছড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে মা-মেয়েকে হত্যা Aug 21, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭২৭ Aug 21, 2025
img
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত Aug 21, 2025
img
স্থায়ী ক্যাম্পাস চেয়ে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ Aug 21, 2025
img
আলী রীয়াজের সঙ্গে মাইকেল মিলারের বৈঠক Aug 21, 2025
img
২১ আগস্ট ঘটনায় তারেকসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর Aug 21, 2025