পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন হওয়া উচিত: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর দ্বিকক্ষবিশিষ্ট নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে বলেছেন, ‘উচ্চকক্ষের নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত।’

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে এক পথসভায় তিনি এসব দাবি জানান।

তিনি বলেন, ‘ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করবেন। এমন একজন জনপ্রতিনিধি, যিনি জনগণের অধিকারের কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন। তাহলেই আমাদের ফ্যাসিস্টবিরোধী আন্দোলন সার্থক হবে।’

যশোরের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে এ পথসভায় তিনি বক্তব্য দেন।

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যা ড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানীসহ পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে পথসভায় নুর বলেন, এখানকার সব মানুষ খারাপ নয়, এখানে ভালো মানুষেরও বসবাস রয়েছে। তবে যারা খারাপ কাজে লিপ্ত ছিল, তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সেজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমন ও ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ৩০ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন।

তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জে শীর্ষ নেতাদের সেনাবাহিনী জীবন বাজি রেখে বাঁচিয়েছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে না বুঝে কথা বলা উচিত নয়। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, সব সময় বিপদ-আপদে তারা গৌরবময় ভূমিকা রেখে এসেছে।

এ পথসভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিলেন। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছিলেন। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছেন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতালে খালেদা জিয়াকে দেখে কনকচাঁপার মন্তব্য Dec 03, 2025
img
ক্ষমতালোভীরা ডাবল পাগল হয়ে গেছে : রেজাউল করিম Dec 03, 2025
img
বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, থাকছে ৫ স্তরের নিরাপত্তাবলয় Dec 03, 2025
img
পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ Dec 03, 2025
img
নিজ বাসা থেকে গ্রেপ্তার হলেন জনপ্রিয় অভিনেত্রী রাইবেনা Dec 03, 2025
img
গঙ্গাচড়ার এক ইউনিয়নে আ. লীগ নেতাদের পদত্যাগ Dec 03, 2025
img
সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবে জোলি-ঐশ্বরিয়ারা Dec 03, 2025
img
তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার কোনো ভাষা নেই: সাবিকুন নাহার Dec 03, 2025
img
রাজের প্রাক্তন স্ত্রীর কটাক্ষের জবাব দিলেন সামান্থার ননদ Dec 03, 2025
img
শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি Dec 03, 2025
img
সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার Dec 03, 2025
img
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি Dec 03, 2025
img
চমকে দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন! Dec 03, 2025
img
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করীম Dec 03, 2025
img
আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না : প্রভা Dec 03, 2025
img
আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম Dec 03, 2025
img
নিবন্ধন পেল এনসিপি, আরপিও সংশোধনী নিয়ে রিটের নিন্দা Dec 03, 2025
img
দুর্নীতিবাজরা ইসলামপন্থিদের ক্ষমতায় বসাতে চায় না: শিবির সেক্রেটারি Dec 03, 2025
img
বন্ধুর জীবন বাঁচাতে উদারতার পরিচয় দিলেন দীপক দোবরিয়াল Dec 03, 2025
img
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তি পেলেন ভারতীয় পেসার হার্ষিত রানা Dec 03, 2025