পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আপনারা যারা বিতর্ক করতে ভালোবাসেন তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করেন৷ প্রকৃতি কীভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাবেন।’
শনিবার (২৩ আগস্ট) গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। সংস্কৃতিতে সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। আপনারা যারা সংস্কৃতির চর্চা করেন, তারা কেমন করে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেয়া যায় সেটির চেষ্টা করবেন। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেঘা প্রজেক্ট নয় এটিও বির্তক যারা করেন তাদের তুলে ধরা দরকার।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এই বিল আমার পূর্ব পরিচিত, তাই আজ তা পরিদর্শনে এসেছি। এই বিলটি পুনরুদ্ধারে কাজ করছেন এই জেলার ডিসি। সেই কাজ মাঠ পর্যায়ে দেখতেই এখানেই এসেছেন।’
দখল হওয়া বনভূমি নিয়ে উপদেষ্টা জানান, গত বছরের ৫ আগস্টের পর বনের জায়গা দখল হওয়া অধিকাংশই উদ্ধার করা হয়েছে। তবে আইনি জটিলতায় উদ্ধার করা যাচ্ছে না দীর্ঘদিনের দখল হওয়া জমি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটবো না, এগুলো বিতর্কে নিয়ে আসতে হবে। আমাদের ভাবতে হবে আমরা কি চাই। নদীর কাছে , কৃষি জমির কাছে কি চাই। শিক্ষার্থীদের বিতর্কে এগুলো আনতে হবে৷ আমাদের মনে রাখতে হবে প্রকৃতি ধ্বংস করে কিছু করা যাবে না। মানুষের ওপর অত্যাচারের বিচার আছে, বিচার চাওয়ার যায়গা আছে; কিন্তু মানুষ যখন নদীর বিরুদ্ধে অত্যাচার করে, গাছ কাটে, পাহাড় ধ্বংস করে, সোনাদিয়াতে বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে। এই প্রকৃতি কার কাছে বিচার চাইবে৷’
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে নেন উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে প্রকল্প গড়ার নিন্দা জানিয়ে পরিবেশ রক্ষ্যায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান উপদেষ্টা। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোট নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
আরও উপস্থিত ছিলেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
ইউটি/টিএ