আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকা দিয়ে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারাদার বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ভারতের পুলিশ তার কাছ থেকে উদ্ধারকৃত পরিচয়পত্র ও সরকারি নথি দেখে নিশ্চিত হয় যে, তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং নীলফামারী জেলার শাহীপাড়া এলাকার বাসিন্দা।

তবে আটকের খবর ছড়িয়ে পড়ার পর পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বিএসএফ ও স্থানীয় পুলিশ এই ঘটনায় গোপনীয়তা বজায় রাখে। ভারতের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশের একজন পুলিশের গ্রেপ্তার হওয়া সাম্প্রতিককালে বিরল ঘটনা।

গ্রেপ্তার আরিফুজ্জামানের বিরুদ্ধে ভারতের ১৪(এ) ফরেনার্স আইন এবং ১২ ধারা, ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করলে অতিরিক্ত মুখ্য বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ। সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ চালানোর পরও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন, শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সেক্টরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কর্মরত ছিলেন গ্রেপ্তারকৃত আরিফুজ্জামান।

৪৮ বছর বয়সী আরিফুজ্জামান তখন রংপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের ঘনিষ্ঠ ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে গা ঢাকা দেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নিজের প্রাণভয়ে তিনি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় আত্মগোপন করেছিলেন।

এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তার ভারতে অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে, তারপরই গ্রেপ্তার করছে। যদি তারা ঢুকতে না দেয়, তবে কীভাবে প্রবেশ করছে? যদি সত্যিই নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তবে পদত্যাগ করা উচিত।”

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হিরো আলমের মেসেঞ্জারে বইতেছে নারীদের বিয়ের প্রস্তাবের বন্যা Oct 19, 2025
img
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ১ হাজার ৫০ টাকা Oct 19, 2025
img
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে পাশে থাকার প্রতিশ্রুতি চীনের Oct 19, 2025
img
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের অভিনেত্রী আহনা কুমরা Oct 19, 2025
img
ইসলামপুরে ৩টি পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মেলামেশা বন্ধ Oct 19, 2025
img
রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর! Oct 19, 2025
img
আর্জেন্টাইন তারকার জাদুতে ৭৩ বছর পর ঐতিহাসিক জয় ইতালিয়ান ক্লাবের Oct 19, 2025
img
জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন অভিনেতা সানি দেওল Oct 19, 2025
img
বাংলাদেশসহ ৬ দেশে সাইবার হামলা চালাচ্ছে ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ Oct 19, 2025
img
কাতারের দোহায় দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 19, 2025
দেশে নিরাপত্তাহীনতায় ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ: পাটওয়ারী Oct 19, 2025
img
সেপা চুক্তি হলে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে: কো‌রিয়ান রাষ্ট্রদূত Oct 19, 2025
img
জুলাই সনদে স্বাক্ষর বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Oct 19, 2025
img
লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি বার্সা কোচ হান্সি ফ্লিকের Oct 19, 2025
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা Oct 19, 2025
বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি Oct 19, 2025
হঠাৎ জাহাঙ্গীরনগরে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি Oct 19, 2025
img
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় কাল Oct 19, 2025
img
ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির Oct 19, 2025
img
শাহরুখ-আমিরদের সঙ্গে ‘স্কুইড গেম’ খ্যাত লি বিয়ং হুন Oct 19, 2025