গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ফলকে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে অনুষ্ঠানে তিনি উদ্বোধনী ফলক দেখে বলেন, এটা কি আমার বাবার টাকায় হয়েছে? তাহলে কেন আমার নাম থাকবে এখানে? - এমন মন্তব্য করে তিনি ফিতা না কেটেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ফাওজুল করিম খান বলেন, এখানে কোনো নাম দিতে পারবে না। এ সময় দায়িত্বশীলদের আজকের মধ্যে নাম ফলক পরিবর্তন করতে বলেন।
উপদেষ্টা বলেন, ফলকে শুধু মন্ত্রণালয় এবং যারা কাজ করছে তাদের নাম থাকবে। তিনি বলেন, এটা কি আমার বাপের টাকায় করছে। তাহলে কেন আমার নাম থাকবে এখানে।
এ সময় ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে নিজেরা একটা রাস্তা করে দেখান। নিজেরা একটা পাওয়ার প্ল্যান করে দেখান। নিজের একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। বিদেশিদের নির্ভরতা থেকে আমাদের মুক্ত হয়ে আসতে হবে।
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তারা।
কেএন/এসএন