ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবির বলছে, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট।

রোববার (২৪ আগস্ট) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন থেকে দেশবাসী আজাদী লাভ করে। অথচ জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে প্রকারান্তর জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি—সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। এমনকি অভ্যুত্থানের নেতৃত্বকে ক্রমাগতভাবে ‘রাজাকারের বাচ্চা’ বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রতীক আওয়ামী মুজিববাদ ফিরিয়ে আনার প্রয়াসে নানা ভঙিমায় তিনি মুজিব বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট। তিনি জুলাই যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করে এবং অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে আসলে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে: আওয়ামীপ্রেমী ফজলুর রহমান গংদের লালন-পালনকারী দল রাষ্ট্রক্ষমতা পেলে জুলাই শহীদ ও যোদ্ধারাই কি উল্টো বিচারের মুখোমুখি হবেন?

নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে বলেন, শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার ক্ষমতায় থাকলেও গণহত্যাকারী আওয়ামী লীগের মতো করেই জুলাই আন্দোলনকে নিয়ে কটূক্তিকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি দলীয়ভাবে তার কর্মকাণ্ড জবাবদিহিতার আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করতে বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় জুলাই অভ্যুত্থানের সংঘবদ্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আদালতে আনা হয়েছে তৌহিদ আফ্রিদিকে Aug 25, 2025
img
রাকসু নির্বাচন ২ মাস পেছানোর দাবি ছাত্রদলের Aug 25, 2025
img
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা Aug 25, 2025
img
গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫ Aug 25, 2025
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১১ মামলা Aug 25, 2025
img
আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ব্রিজ ও বেড়িবাঁধ পর্যন্ত দ্রুত সড়ক সংস্কারের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত Aug 25, 2025
img
৫ আগস্ট কালোশক্তি ঘটিয়েছে বলিনি, প্রমাণ করতে পারলে ক্ষমা চাইবো : ফজলুর রহমান Aug 25, 2025
img
খুলনায় সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৪ Aug 25, 2025
img
গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 25, 2025
img
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ Aug 25, 2025
img
বাবা-মায়ের ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দ-কন্যা Aug 25, 2025
img
আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে সরকার : ইলিয়াস Aug 25, 2025
শিবির কীভাবে ক্যাম্পাসে নিরাপত্তা দিবে? তারা নিজেরাই নিরাপদ না Aug 25, 2025
ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ মেঘমল্লার বসুর Aug 25, 2025
সাইবার বুলিং হয়, প্রশাসন উদাসীন: উমামা ফাতেমা Aug 25, 2025
img
দেড় হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় আছে: ফাওজুল কবির Aug 25, 2025
ফজলুর রহমানের ছবিতে গণজুতা, হুঁশিয়ারি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন Aug 25, 2025
img
ফর্মুলা দুধের পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার Aug 25, 2025
ভোলায় একঝাঁক কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা Aug 25, 2025
বিনোদিনী’ আর উর্বী-তিন তারকার রাতের বিতর্ক! Aug 25, 2025