গাজার নাসের হাসপাতালে সোমবার (২৫ আগস্ট) ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন। তাদের একজন রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।
কর্মকর্তাদের মতে, হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে হুসাম আল-মাসরি নামে একজন ক্যামেরাম্যান রয়টার্সের হয়ে কাজ করতেন।
এছাড়াও হাতেম খালেদ নামে একজন আলোকচিত্রী আহত হয়েছেন, তিনিও রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়- কোনো পক্ষই এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইএ/টিকে