বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘কাল্কি ২’-এর কাজ আপাতত থমকে গেছে। পরিচালক নাগ অশ্বিন, যিনি Kalki 2898 AD-তে ভিজ্যুয়াল স্পেক্ট্যাকল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন, এখন সিক্যুয়েলটিকে সাময়িক বিরতিতে রাখছেন। কারণ মূল নায়ক প্রভাসের ব্যস্ত শিডিউল।
প্রভাস বর্তমানে একের পর এক বিগ প্রজেক্টে ব্যস্ত প্রথমে শেষ করছেন ‘দ্য রাজা সাব’ এবং ‘ফৌজি’, এরপর সরাসরি ঝাঁপ দেবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে, ‘স্পিরিট’। ফলে প্রভাসের ক্যালেন্ডারে নাগ অশ্বিনের সিক্যুয়েলের জন্য জায়গা নেই এখনই।
এই ফাঁকে অশ্বিন অন্য প্রজেক্টে মনোযোগ দিচ্ছেন বলে খবর। ইন্ডাস্ট্রির গুঞ্জন, সম্প্রতি তিনি সুপারস্টার রজনীকান্তকে একটি গল্প শুনিয়েছেন। রজনী নিজেও এতে উচ্ছ্বসিত বলে জানা গেছে। যদি এই সহযোগিতা সত্যি হয়, তবে এটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত প্যান-ইন্ডিয়ান প্রজেক্ট হয়ে উঠবে।
উল্লেখ্য, এর আগে ‘সালার ২’-এর কাজও পিছিয়ে গেছে। এখন ‘কাল্কি ২’-ও সেই তালিকায় নাম লেখালো। তবে নাগ অশ্বিনের আগের কাজগুলো ‘ইভাডে সুব্রামণ্যম’, ‘মহানতি’, আর ‘কাল্কি 2898 AD’ দর্শকদের আস্থা জুগিয়েছে। ফলে তিনি যেকোনো নতুন প্রজেক্টে হাত দিলেই সেটি যে বিশেষ কিছু হবে, তা নিয়ে ভক্তদের আশাবাদ প্রবল।
এখন দর্শকদের করতে হবে অপেক্ষা ‘কাল্কি’ সাগার পরবর্তী অধ্যায় কবে শুরু হবে, সেই ঘোষণা আসা পর্যন্ত।
এমকে/এসএন