গত মঙ্গলবার বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক উন্মোচন করেছেন নির্মাতারা। ঝলকে ফুটে উঠেছে মাহিষ্মতী রাজ্যের জৌলুস, মহাকাব্যিক আবহ আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। কারণ, প্রায় এক দশক পর আবারও প্রভাসকে দেখা যাবে সেই কিংবদন্তি রূপে।
২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে এর সিক্যুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। দুই ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। প্রথম কিস্তি বিশ্বজুড়ে আয় করে ৬৫০ কোটি রুপি, আর দ্বিতীয়টি তো রেকর্ড গড়ে তোলে ১,৭৮৮ কোটির ব্যবসা করে। ফলে তৃতীয় অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশছোঁয়া।
বিশেষত্বের জায়গায় ‘বাহুবলী: দ্য এপিক’ ভিন্নতর। ছবিটির দৈর্ঘ্য হবে ৫ ঘণ্টা ২৭ মিনিট। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই চলচ্চিত্র দর্শকদের কাছ থেকে চাইবে ধৈর্য আর নিবিড় মনোযোগ।
ভক্তদের মন্তব্যেও ঝরে পড়ছে উচ্ছ্বাস। কেউ লিখেছেন- “দশ বছর পর প্রভাসকে সেই রূপে দেখার অপেক্ষা আর সামলানো যাচ্ছে না।”
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবর ২০২৫ বড়পর্দায় মুক্তি পাবে এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’।
এসএস/এসএন