সিরিয়ায় হেলিকপ্টার নামিয়ে ২ ঘণ্টা ধরে অভিযান চালাল ইসরাইল

দামেস্কের দক্ষিণে বড় ধরনের ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা কর্মকর্তা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান চালিয়েছে ইসরাইল। দামেস্কের দক্ষিণ-পশ্চিমে কিসওয়ায় একটি পুরনো সেনা ব্যারাকে হেলিকপ্টার নামিয়ে দুই ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এ অভিযানের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সনদ এসব ভিডিও যাচাই করে জানিয়েছে, ভিডিওতে বুধবার (২৭ আগস্ট) কিসওয়ায়র বিভিন্ন স্থানে ইসরাইলি হামলার দৃশ্য দেখানো হয়েছে।

এদিকে সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী চারটি হেলিকপ্টার ব্যবহার করে ব্যারাকে অবতরণ করে অভিযান পরিচালনা করেছে। ইসরাইলি বাহিনী হেলিকপ্টারে করে কয়েক ডজন সেনা এবং অনির্দিষ্ট পরিমাণে অনুসন্ধান সরঞ্জাম নিয়ে আসে এবং ঘটনাস্থলে দুই ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করে।

ইসরাইলি বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই ঘটনার একদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার (২৬ আগস্ট) দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হন।

গত ডিসেম্বের সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরাইল।

সেই সঙ্গে সিরিয়ার গোলান মালভূমির ‘অসামরিক বাফার জোন’ নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের দখল অভিযান আরও বিস্তৃত করে ইসরাইল। এর মধ্যদিয়ে ইসরাইলিরা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে সই করা কৌশলগতভাবে সংঘাত থেকে পিছু হটে থাকার চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলেও মনে করা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে দামেস্কের বাইরে নতুন করে অভিযান চালায় ইসরাইলি সেনারা। সিরিয়া সেই অভিযানের বিষয়ে নিন্দা জানায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার জানায়, মাউন্ট হারমন পাহাড়ের আশপাশে দেশটির সীমান্তের ভেতরে অবস্থিত একটি এলাকা দখলে নেয়ার জন্য ৬০ জন সেনার একটি দল পাঠিয়েছে ইসরাইল।

জায়গাটি সিরিয়া–লেবাননের সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়ার পাশে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েল তাদের ‘সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এ জন্য দেশটি অসামরিক বা সমঝোতার মাধ্যমে নিরস্ত্র রাখা হয়েছে—এমন এলাকাগুলোয় গোয়েন্দা ও সামরিক স্থাপনা বানাচ্ছে।

সিরীয় কর্তৃপক্ষের নিন্দা জানানোর একদিন পরই মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়। বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানায়।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুনীতা বললেন, ‘গোবিন্দ শুধু আমার’ Aug 28, 2025
img
কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: শেখ বশিরউদ্দীন Aug 28, 2025
img
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকতে আহ্বান জানালেন তারেক রহমান Aug 28, 2025
img
অনলাইনে ভোট গ্রহণের ব্যবস্থা থাকলেও সুযোগ নেই সাকিব-মাশরাফীর Aug 28, 2025
img
দুলীপ ট্রফি খেলতে পারলে টি-টোয়েন্টি পারব না কেনো: শামি Aug 28, 2025
img
নির্বাচন ছাড়া দেশের অবস্থা খারাপের দিকে যাবে: পিন্টু Aug 28, 2025
img
অস্ট্রেলিয়ায় ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দল, সর্বোচ্চ রান ১১ নম্বর ব্যাটারের Aug 28, 2025
img
‘মঞ্চ ৭১’ অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ আটক কয়েকজন Aug 28, 2025
img
নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি Aug 28, 2025
img
হাসনাত ও সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Aug 28, 2025
দুঃসময়ে পাশে দাঁড়ালেন মিঠুন, দলে ফিরতে মরিয়া শান্ত Aug 28, 2025
img
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন আহমদ Aug 28, 2025
সালমানের ভিন্নধর্মী প্রাণশক্তি-অনিল কাপুরের উদারতায় মুগ্ধ সেলিনা জেটলি Aug 28, 2025
বয়সকে চ্যালেঞ্জ, ৫২ তেও ফিট মালাইকা! Aug 28, 2025
img
জাতীয় ঐকমত্যের সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান: এ্যানি Aug 28, 2025
জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে: বরকত উল্লাহ বুলু Aug 28, 2025
তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ Aug 28, 2025
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো ইসি Aug 28, 2025
বেইজিংয়ে মিলিত হবেন পুতিন, কিম ও শি জিন পিং Aug 28, 2025
প্যানেল ঘোষণার পর যা বললেন ছাত্রদলের প্রার্থীরা Aug 28, 2025