নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের আহ্বান বিএনপির শীর্ষ নেতাদের

পিআর পদ্ধতি নির্ধারণের জন্য গণভোটের দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। এছাড়াও গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেছেন তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। একইসঙ্গে রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রতিও জোর দেন তারা।

সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু এবং যুব সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সেইসঙ্গে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো তা বুঝতে না পরলে তাদের কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, পিআর গণভোটের দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত যাচাই করতে হবে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য বীরবিক্রম মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে।
এছাড়াও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রগতি চায় না বলেও মত বিএনপি নেতাদের।

মেজর হাফিজ বলেন, ৭২ সংবিধান আওয়ামী লীগের নয়, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি। কারণ তারা ভোটের রাজনীতি করেছে। অখণ্ড পাকিস্তানই চেয়েছে। নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে দেশের মানুষ। আওয়ামী লীগ স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার স্বপক্ষের শক্তি গঠন করেছে আওয়ামী লীগ। যুদ্ধ পরবর্তী ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। ভারত কখনও বাংলাদেশের ভালো চায়নি, চাইবেও না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চায় তা অসম্ভব। সংবিধান সংশোধনের দায়িত্ব অনির্বাচিতদের নয়, সংবিধান সংশোধন করবে নির্বাচিত প্রতিনিধিরা। শেখ হাসিনা ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও সংবিধানের অধীনের কার্যক্রম করছে৷

বিএনপি নেতা হাফিজ বলেন, অদ্ভুত রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, ৪৭ এ পাকিস্তানেরও বিরোধিতা করেছিল এখন জনগণের মালিক মোক্তার হয়ে বসতে চায়। নির্বাচনকে বিলম্বিত করতে অপচেষ্টা করে যাচ্ছে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ নেয়নি দোষের কিছু নাই তারা ভোটের রাজনীতি করেছে।

তিনি বলেন, পিআর সিস্টেম চায় জামায়াত, এনসিপি আর চরমোনাই। এই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিতে হবে, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে তারা কোন ব্যবস্থা চায়। জনগণই স্থির করবে কীভাবে বাংলাদেশ চলবে।

বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মকে সজাগ থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গড়ে তুলবে জানিয়ে মেজর হাফিজ বলেন, বিএনপি এতো বছর জামায়াতকে আশ্রয় দিলেও এখন দলের জনপ্রিয়তায় বিএনপির বিরোধিতায় নেমেছে জামায়াত।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন।

তিনি বলেন, দেশে প্রথম বিচারবহির্ভুত হত্যা, প্রথম ইনডেমনিটি, লবিস্ট নিয়োগসহ যতো অপকর্ম শুরু হয়েছিল তার সব আওয়ামী লীগের হাত ধরে। শেখ হাসিনা ছিলেন ক্লিওপেট্রার মতো লোভী নারী। গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ চলছে এর মাঝে বিতর্কিত দাবি উত্থাপন করছে তারা স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিএনপি দেশ পরিচালনায় আসুক না আসুক বরাবর জনগণের কাতারে আছে বিএনপি। বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র যারা করছে তারাই একসময় ষড়যন্ত্রের শিকার হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, শহীদ জিয়ার বাংলাদেশকে শেখ হাসিনা বানিয়েছিল বাবার দেশ। পালিয়ে ভারতে অবস্থান নিয়ে এখন বাংলাদেশ বিরোধী কাজ করছে। জনগণ বিএনপির সাথে আছে। পিআর গণভোটের দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত যাচাই করার আহ্বান। নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান। নির্বাচনকে বানচাল করার চেষ্টা যারা করবে তারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি Oct 18, 2025
img
রেকর্ডগড়া বোলিংয়ে বাংলাদেশকে জেতালেন রিশাদ, ম্যাচশেষে আবেগঘন প্রতিক্রিয়া Oct 18, 2025
img
মিষ্টি কম দেয়া নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ Oct 18, 2025
img
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের আপিল প্রত্যাখ্যান, গ্রেপ্তারি পরোয়ানা বহাল Oct 18, 2025
img
‘জুবিনদা আমার কণ্ঠ ছিলেন’ মন্তব্যে কটাক্ষের মুখে দেব Oct 18, 2025
img
তারকাদের ইনজুরিতে নতুনদের সুযোগ দেখছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক Oct 18, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস Oct 18, 2025
img
জনগণের বিশ্বাস অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: ফখরুল Oct 18, 2025
img
তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে: ফায়ার সার্ভিসের ডিজি Oct 18, 2025
সুস্থতার জন্য নবীজি যে আমল করতেন | ইসলামিক টিপস Oct 18, 2025
সালমানের চোখে ভবিষ্যতের সুপারস্টার আরিয়ান খান Oct 18, 2025
সবার সামনে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম! Oct 18, 2025
প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন, রোববার বসতে পারবেন নির্বাচিতরা Oct 18, 2025
img
২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি : বিজিএমইএ সভাপতি Oct 18, 2025
img
অভিবাসন নিয়ন্ত্রণে বলকান অঞ্চলে ব্রিটিশ সীমান্তরক্ষী Oct 18, 2025
img
আবুধাবি টি-১০ লিগে দল পেলেন নাহিদ ও সাইফ Oct 18, 2025
img
পরীমণিকে ঘিরে স্মৃতিচারণ সংগীত শিল্পী ইমরানের Oct 18, 2025
img
পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির বিপরীতে ভারতের পাল্টা হুঁশিয়ারি Oct 18, 2025
img
ফরিদপুরে বিএনপির বাধায় স্থগিত জামায়াতের নির্বাচনি সভা Oct 18, 2025
img
ওয়ানডেতে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন Oct 18, 2025