৫৬৪ কেজি পাঠ্যবই বিক্রি, প্রধান শিক্ষক ও ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মানিক নামের এক ভাঙারি দোকান মালিককেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে বিকেলে তাদের আটক করে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাঠ্যবই বিক্রির দায়ে গ্রেপ্তার হওয়া ওই দুজনসহ ৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিপিবি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও সহকারী শিক্ষক আব্দুস সালাম গত বুধবার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই মানিক নামের এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওইদিন সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ মোবাইল ফোনে বই বিক্রির খবর পান। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অফিসের নিরাপত্তা কর্মী শহিদুল, ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক ও সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর শহরের শান্তিবাগ এলাকা থেকে বিক্রি হওয়া বইয়ের মধ্যে ৯০ কেজি বই এক অটো চার্জার ভ্যানচালক সন্তোষ রায়ের কাছ থেকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসেন।

বই উদ্ধারের সময় ওই ভ্যানচালক সন্তোষ জানায়, বাকি বই গুলো শহরের মাস্টার মোড় এলাকার ভাঙারি ব্যবসায়ী মানিকের কাছে বিক্রি করেছেন। তার কথা মতো বই উদ্ধারের জন্য নিরাপত্তাকর্মী শহিদুল, প্রধান শিক্ষক মানিক এবং সহকারী শিক্ষক হুমায়ুনকে রাতেই ভাঙারি ব্যবসায়ী মানিকের দোকানে পাঠানো হয়।

এ সময় মানিক জানান, ৪৭৪ কেজি সরকারি বই তিনি বগুড়ায় বিক্রি করে দিয়েছেন। এ অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে বই বিক্রির বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক মোহাম্মদ আলমকে সঙ্গে নিয়ে ওই ভাঙারি দোকানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দোকানদার মানিক জানান, প্রধান শিক্ষক আলম ও ওই স্কুলের সহকারী শিক্ষক সালামের কাছ থেকে তিনি বই কিনেছেন।

প্রধান শিক্ষক আলমও বিষয়টি স্বীকার করেন। সরকারি বই বিক্রির প্রমাণ পাওয়ায় পর প্রধান শিক্ষক আলম ও দোকানদার মানিককে থানায় সোপর্দ করেন উপজেলা প্রশাসন।

রাতে প্রধান শিক্ষক আলম, সহকারী শিক্ষক সালাম এবং দোকানদার মানিকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ।

এজাহার পাওয়ার পর পুলিশ আলম ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সালাম পলাতক রয়েছে।

আটক হওয়ার সময় বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম জানান, বুধবার হঠাৎ করে স্কুলের স্টোররুমে সাপের আতঙ্ক দেখা দেয়। পরে স্টোররুম পরিষ্কার করা হয়। আমাকে না জানিয়েই সহকারী শিক্ষক আব্দুস সালাম বইগুলো বিক্রি করেছেন।

বই বিক্রির ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবই বিক্রি করা চরম অন্যায় কাজ। বই বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সরকারি বই বিক্রি করার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউএনও রকিবুল হাসান জানান, সরকারি বই বিক্রির খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। প্রধান শিক্ষক ও বই বেচা-কেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
মানুষ বদলায় না, মুখোশ পরে থাকে : সোনালী চৌধুরী Nov 14, 2025
img
কটকের বালি যাত্রা মেলায় শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা Nov 14, 2025
img
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য Nov 14, 2025
img
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 14, 2025
img
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির Nov 14, 2025
img
নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল Nov 14, 2025
img
সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক Nov 14, 2025
img
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে নতুন করে কড়াকড়ি, অভিবাসীদের ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল Nov 14, 2025
img
আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি Nov 14, 2025
img
রাতে পার্টি দেয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজ শিক্ষার্থী Nov 14, 2025
img
মাগুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ওসমান হাদিকে কল ও টেক্সটে হত্যার হুমকি Nov 14, 2025
img
কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের Nov 14, 2025
img
নিউমুরিং টার্মিনাল চুক্তি প্রক্রিয়ার রুল শুনানি ১৯ নভেম্বর Nov 14, 2025
img
মাত্র ২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল Nov 14, 2025
img
দুর্নীতির অভিযোগে ২ মন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি Nov 14, 2025
img
আবার মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান Nov 14, 2025
img
আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, গণনা শুরু Nov 14, 2025
img
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ Nov 14, 2025