মার্কিন সিনেটরের কড়া হুঁশিয়ারি

'পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে ভারত, বাকিদেরও একই পরিণতি ভোগ করতে হবে'

রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনে যুদ্ধ চালানোর সুযোগ করে দিচ্ছে ভারত, চীনসহ কয়েকটি দেশ। এমন অভিযোগই তুলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তিনি বলেছেন, এই কেনাকাটার ফলেই নিরীহ মানুষ, এমনকি শিশুদের প্রাণ যাচ্ছে। এছাড়া ভারত ইতোমধ্যেই পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তার মতে, ভারতের মতো কাজ করলে অন্য দেশগুলোকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে। শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আবারও ভারত, চীনসহ অন্যান্য দেশ যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, এই কেনাকাটাই ইউক্রেনে মস্কোর যুদ্ধযন্ত্রকে জ্বালানি জোগাচ্ছে।

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেটিই প্রমাণ করছে যে নয়াদিল্লি এখন ভ্লাদিমির পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে। অন্য দেশগুলোকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

গ্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “ভারত, চীন, ব্রাজিলসহ যারা সস্তায় রাশিয়ার তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে টিকিয়ে রাখছে আপনাদের কেমন লাগছে এটা জেনে যে আপনাদের কেনাকাটার ফলেই নিরীহ মানুষ, এমনকি শিশুরাও মারা যাচ্ছে? ভারত এখন খেসারত দিচ্ছে। বাকিরাও শিগগির দেবে।”

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার পর তার এই বক্তব্য এসেছে। কিয়েভে হওয়া ওই হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

গ্রাহাম দীর্ঘদিন ধরে বলে আসছেন, রাশিয়ার যুদ্ধ পরিচালনার মূল অর্থ আসে তেল-গ্যাস রপ্তানি থেকে এবং পশ্চিমা বিশ্বের বাইরের দেশগুলোই সেটিকে টিকিয়ে রাখছে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তেল-গ্যাসের রাজস্ব ছাড়া রাশিয়া ভেঙে পড়বে। তাই লক্ষ্য হওয়া উচিত রুশ তেল-গ্যাসের ক্রেতাদের চাপে ফেলা ভারত, চীন, ব্রাজিল।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প এই হামলার খবর শুনে হতাশ হয়েছেন, তবে বিস্মিত নন, কারণ দুই দেশ অনেক দিন ধরেই যুদ্ধে লিপ্ত। তিনি জানান, রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং গত আগস্টে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারগুলোর ওপর বড় ধরনের আঘাত হেনেছিল।

লেভিট আরও বলেন, “হয়তো এই যুদ্ধের দুই পক্ষই এখনো নিজেরা এটিকে শেষ করার মতো প্রস্তুত নয়। প্রেসিডেন্ট চান যুদ্ধ শেষ হোক, তবে শেষ করার সিদ্ধান্ত নিতে হবে এই দুই দেশের নেতাদেরই।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলাই প্রমাণ করে শান্তি আলোচনার বদলে রাশিয়া আবারও সহিংসতার পথ বেছে নিয়েছে। তিনি এক্স-এ লিখেছেন,

“রাশিয়া আলোচনার টেবিলের বদলে বেছে নিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারা যুদ্ধ শেষ করার বদলে মানুষ হত্যা চালিয়ে যেতে চাইছে।”

অন্যদিকে রাশিয়ার দাবি, তাদের হামলা ছিল ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনা এবং বিমান ঘাঁটিতে। তারা আরও জানায়, ইউক্রেনও রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে মস্কো জানিয়েছে, শান্তি আলোচনায় বসার আগ্রহ তাদের এখনো আছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি নির্বাচিত হলে সকল বন্ধ কলকারখানা চালু করা হবে: শামীম তালুকদার Nov 06, 2025
img
অডিশনের অপ্রীতিকর ঘটনা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী মৌনী রায় Nov 06, 2025
img
পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরানের স্পিকার Nov 06, 2025
img
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ Nov 06, 2025
img
মূল্যস্ফীতির জন্য নিজ সরকারকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট Nov 06, 2025
img
চাদে পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩৩ Nov 06, 2025
img
সিমন্সকে গুগলিতে পরাস্ত করার গল্প শোনালেন আশরাফুল Nov 06, 2025
img
এবার ভিয়েতনামে আঘাত হানল টাইফুন কালমায়েগি Nov 06, 2025
img
বাংলাদেশ ম্যাচের আগে নেপাল ফুটবলে অসন্তোষের ঝড় Nov 06, 2025
img
বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কিছু দল হাংকি-পাংকি শুরু করেছে : প্রিন্স Nov 06, 2025
শাহরুখ-সালমান-আমিরের সম্ভাব্য যুগলবন্দি নিয়ে জল্পনা Nov 06, 2025
স্বাবলম্বিতার গল্প ভেজ্ঞে গেল রাজশাহীতে ফুটপাত উচ্ছেদে | Nov 06, 2025
পেঁয়াজ নিয়ে খেলা! Nov 06, 2025
প্রণোদনার ভাগ না দেয়ায় কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা Nov 06, 2025
'ব্যাডারা সমস্যার সমাধান করতে যাই, নারীদের রাখি না' Nov 06, 2025
img
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাঈদ Nov 06, 2025
img
বিশ্বকাপ জয়ই আমার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে : মেসি Nov 06, 2025
img
তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা Nov 06, 2025
img
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন তাসকিন Nov 06, 2025
img
শাহরুখকে এখনই নিজের সিনেমায় নিতে চান না আরিয়ান! Nov 06, 2025