দক্ষিণ-পূর্ব কলোম্বিয়ার আমাজন অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে তিনদিন ধরে আটক থাকার পর গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩৩ জন কলোম্বিয়ান সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এই এলাকা ভিন্নমতাবলম্বী গেরিলা দখল ও মাদক চাষের জন্য পরিচিত বলে জানিয়েছেন দেশের অম্বাসম্যান অফিস।
কলোম্বিয়ান সেনারা সোমবার (২৫ আগস্ট) গেরিলাদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবরোধ সৃষ্টি করে সেনাদের গ্রাম থেকে বের হতে দেয়নি।
কলোম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সরকার এই ঘটনাকে অপহরণ হিসেবে বিবেচনা করেছেন।
অম্বাসম্যান অফিসের অধিকার বিষয়ক প্রধান আইরিস মারিন এক্স (সাবেক টুইটার) এ জানিয়েছেন, এই মুহূর্তে সেনারা গ্রাম ত্যাগ করছেন।
সূত্র : এএফপি
এমআর/এসএন