ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল বৃহস্পতিবার বলেছেন, মার্কিন সৈন্যরা ‘কোনোভাবেই’ ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না। চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে পাঁচটি যুদ্ধজাহাজ এবং ৪ হাজার সেনা মোতায়েন করার পর তিনি এই মন্তব্য করেন।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমার কাছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মাদক-বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
মাদুরো বলেন, ‘ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রবেশের কোনো উপায় নেই। ভেনেজুয়েলার শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার্থে তার দেশ পুরোপুরি প্রস্তুত।’
তবে, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের জন্য কোনো প্রকাশ্যে হুমকি দেয়নি। ২০২৪ সালের জুলাইয়ের বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দাবিদারা মাদুরো রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে রয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আক্রমণ মূলত এর শক্তিশালী গ্যাংগুলোর ওপর দৃষ্টি দিয়েছে। ওই গ্যাংগুলো যাদের মধ্যে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কাজ করে বলে অভিযোগ রয়েছে।
ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচারকারী কার্টেল, কার্টেল দে লস সোলসের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে, যাকে ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে। এই অপরাধকে কেন্দ্র করে মাদুরোকে ধরিয়ে দিতে সম্প্রতি পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
ইএ/টিকে