রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মসিংহ মহাসড়কে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কের উপর আগুন দিয়ে প্রতিবাদ জানান তারা।
প্রায় ২ ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। ২ ঘণ্টা পর কর্মসূচি সমাপ্তি করে গণঅধিকার পরিষদ। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন নেতাকর্মীরা।
এর আগে রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
পরে ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। আহতের সংবাদ পেয়েছে ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতলে নিয়ে যেতে দেখা যায়।