বাকৃবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য ভাঙচুর, গভীর ষড়যন্ত্রের অংশ

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একটি স্বার্থান্বেষী মহল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। ছাত্র-ছাত্রীদের দাবির বাইরে এই পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা গভীর ষড়যন্ত্রের অংশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ৩১ আগস্ট দিবাগত রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি (ভার্চুয়্যাল) সভায় বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা জেলা প্রশাসনের নিকট ন্যস্ত করা হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে মর্মে সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুন্নকারী এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল ও শৃঙ্খলাময় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

সেইসঙ্গে ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করা হয়েছে দাবি করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন বলেন, ছাত্র-ছাত্রীদেরকে উত্তপ্ত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তবে বহিরাগত কেউ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকলে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শাস্তির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. একে ফজলুল হক ভূইয়া বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত না মেনে অনিয়তান্ত্রিক আন্দোলন দুঃখজনক। এতে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট হচ্ছে। আশা করছি, শিক্ষার্থীরা বিষয়টি অনুধাবন করে তারা শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসবে।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফলে পরিস্থিতি সামাল দিতে গতরাতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তেও নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে আন্দোলনে অটল রয়েছেন।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট Sep 04, 2025
img
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন Sep 04, 2025
img
মস্কোয় শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির Sep 04, 2025
img
২১ আগস্টের ঘটনায় তারেক রহমানসহ সব আসামির খালাসের সংক্ষিপ্ত রায় প্রকাশ Sep 04, 2025
img
ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা Sep 04, 2025
img
যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ করা উচিত ছিল চীনের: ট্রাম্প Sep 04, 2025
img
জামিন মেলেনি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার Sep 04, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন Sep 04, 2025
img
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব Sep 04, 2025
img
অভিনেত্রী মালাইকার সঙ্গে বাবার বয়সের পার্থক্য মাত্র ১২ বছর! Sep 04, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় বগি রেখেই ছাড়লো ট্রেন, চলাচল স্বাভাবিক Sep 04, 2025
img
প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরাই হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করছে: রিজভী Sep 04, 2025
img
দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান Sep 04, 2025
img
‘ঘটনা ঘটতে দেখবেন’, পুতিনকে ট্রাম্পের হুমকি! Sep 04, 2025
img
রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের: প্রসিকিউশন Sep 04, 2025
img
আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিল বিসিসিআই Sep 04, 2025
img
শেখ হাসিনা কিছু ক্ষুদে স্বৈরাচার রেখে গেছেন: আমীর খসরু Sep 04, 2025
img
রাজাকার নিয়ে কথা বলার পর থেকে ঘুমাতে পারছি না : আব্দুল কাদের Sep 04, 2025
img
কোয়াবের নির্বাচন আজ, সভাপতি পদে লড়ছেন মিঠুন ও শাহেদ Sep 04, 2025
img
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারীর নিন্দা Sep 04, 2025