দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে বাজুস।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।
এর আগে, গত ২৭ আগস্ট ও ৩১ আগস্ট মূল্যবান এই ধাতুর দাম বাড়ানো হয়।
কেএন/টিকে