ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, গালাতাসারেতেও অনাগ্রহ- অ্যাস্টন ভিলাতেই থেকে যাচ্ছেন মার্টিনেজ?

চলতি মৌসুমে দলবদলের ডেডলাইন গতকাল (সোমবার) শেষ হয়েছে ইউরোপের প্রায় সব লিগের। ইংল্যান্ড, ইতালি,ফ্রান্স ও জার্মানির কয়েক ঘণ্টা পরই স্পেনের ক্লাব ফুটবলেও খেলোয়াড় বিকিকিনির সময়সীমা পার হয়েছে। শেষ দিন নিজের স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কাঙ্ক্ষিত খবর পাওয়ার প্রত্যাশায় ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে আর্জেন্টাইন তারকাকে তারা হতাশা উপহার দিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড চূড়ান্ত সময়ে বেলাজিয়ামের গোলরক্ষক সেনে ল্যামেন্সকে যুক্ত করেছে স্কোয়াডে। এর মধ্য দিয়ে মার্টিনেজকে নেওয়ার বিষয়ে চলমান দোলাচলের পুরোপুরি ইতি ঘটল। অনেকেই মনে করেছিলেন ভুলে-ভরা গোলকিপিং করা আন্দ্রে ওনানার জায়গায় স্থলাভিষিক্ত হবেন বিশ্বকাপজয়ী এই আলবিসেলেস্তে তারকা। যিনি ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে অ্যাস্টন ভিলার দর্শকদের কাছ থেকে বিদায়ী অভ্যর্থনাও নিয়েছিলেন।

ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, দলবদলের সময়সীমা ঘনিয়ে আসায় মার্টিনেজ তার আর্জেন্টাইন সতীর্থ ও ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ফোন করে অনুরোধ করেছিলেন যাতে তিনি ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ ছাড়া জুন ও জুলাইয়ে তিনি ক্লাবটির পর্তুগিজ কোচ রুবেন অ্যামোরিমের সঙ্গেও কথা বলেছিলেন সম্ভাব্য চুক্তি নিয়ে। অ্যামোরিম মনে করেছিলেন, মার্টিনেজের ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা তার দলের জন্য কার্যকরী হবে।

তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য কেবল একটা প্রস্তাবই আসে ইউনাইটেডের পক্ষ থেকে, সেটা ছিল লোনের চুক্তি। কিন্তু গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেয় অ্যাস্টন ভিলা। এরপর বেতনই হয়ে দাঁড়ায় বড় বাধা। কারণ ওয়েস্ট মিডল্যান্ডসের ক্লাবটিতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মার্টিনেজের, সে অনুযায়ী তিনি ওনানার চেয়েও বেশি আয় করেন। সেই সঙ্গে ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি ট্রান্সফার ফি যুক্ত হওয়ায় জটিলতা আরও বাড়ে।

শেষ পর্যন্ত ভিলার সেই ট্রান্সফার ফিতে রাজি হয়নি ইউনাইটেড। তারা দৃষ্টি ঘুরিয়ে নেয় ল্যামেন্সের দিকে। রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে ১৮ মিলিয়ন ইউরো খরচ করে সই করানো হয় এই বেলজিয়ানকে। কাছাকাছি সময়ে মার্টিনেজ ভিলার ট্রেনিং ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনার উদ্দেশে রওনা করেন। সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়নদের দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। লিওনেল স্কালোনির দলটিতে খেলতেই উড়াল দেন মার্টিনেজ। পেছনে পড়ে থাকে ম্যানচেস্টারে মেডিকেল কিংবা চুক্তি স্বাক্ষরের জন্য ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার স্বপ্ন!

অন্যদিকে, মার্টিনেজকে পেতে তুরস্কের ক্লাব গালাতাসারে ২১.৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে উল্লেখ করেছে ইংরেজি সংবাদমাধ্যম। তবে মার্টিনেজ সেই প্রস্তাবে সম্মতি দেননি। তুরস্কের দলবদল বাজারের সময় শেষ হতে আরও এক সপ্তাহ বাকি। এর আগে সৌদি আরবের ক্লাব থেকে পাওয়া প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। এই পরিস্থিতিতে বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলাতেই মার্টিনেজ থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দেখতে হবে চলমান দলবদল গুঞ্জনের কারণে ভিলা কোচ উনাই এমেরির সঙ্গে তৈরি হওয়া দূরত্ব কতটুকু কাটাতে পারেন এই তারকা গোলরক্ষক।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আগামী ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় Sep 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা Sep 03, 2025
img
কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প Sep 03, 2025
img
শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় Sep 03, 2025
চীন বিশ্বকে জানাতে চাইছে শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বৈশ্বিক রাজনীতির নেতৃত্বেও হবে রদবদল! Sep 03, 2025
শিক্ষার্থীদের ওপর হামলার ৬০ ঘন্টা পর জড়িতদের বিরুদ্ধে চবি প্রশাসনের মামলা Sep 03, 2025
নির্বাচন নিয়ে যে চুড়ান্ত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Sep 03, 2025
নারী নিপীড়ন বিষয়ে যা বললেন সাদিক কায়েম Sep 03, 2025
সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চান উপদেষ্টা ফারুকী Sep 03, 2025
পুরুষদের প্রতি তামান্নার বিশেষ বার্তা! Sep 03, 2025
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন কৃতি শ্যানন! Sep 03, 2025
দামি কসমেটিকস নয়, ত্বকের যত্নে সারার সোজাসাপটা ফর্মুলা Sep 03, 2025
বিটিএস তারকা জাংকুকের স্বাস্থ্য নিয়ে উদ্বে''গ! Sep 03, 2025
অপু-শাকিবের ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের পথে, স্কুল ভর্তির প্রস্তুতি! Sep 03, 2025
img
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ Sep 03, 2025
img

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Sep 03, 2025
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি সাময়িক প্রত্যাহার Sep 03, 2025
img
কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় : ইশরাক Sep 03, 2025
img
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Sep 03, 2025
img
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে : নার্গিস Sep 03, 2025