ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
তিনি জানান, সিন্ডিকেট মিটিং থেকে তদন্তের জন্য যে কমিটি করা হয়েছে তাদের মতামতের ভিত্তিতে উপাচার্য প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।
এর আগে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণকে কমিটির আহ্বায়ক করা হয়।
অন্য দুই সদস্য ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন।
এসএন