এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে আজ বড় পরীক্ষার মুখে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে মোরসালিন-জায়ানরা। তবে শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ম্যানেজমেন্ট। হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ডাগ আউটে দায়িত্ব নিতে হবে সহকারী কোচ হাসান আল মামুনকে।
ভিয়েতনাম থেকে দলের ম্যানেজার শাহীন হাসান জানিয়েছেন, সকালে টিটুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ম্যাচের সময় সাত ঘণ্টা দলের সঙ্গে বাইরে থাকতে হবে বলে তাকে একা ফেলে রাখা সম্ভব হচ্ছিল না। তাই পুনরায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্যালাইন দেওয়া হচ্ছে, চলছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ডাগ আউটে দাঁড়ানো কোচের ‘প্রো লাইসেন্স’ থাকতে হয়। না হলে এএফসিকে জরিমানা গুনতে হয় ফেডারেশনকে। সহকারী কোচ মামুনের রয়েছে ‘বি লাইসেন্স’। তাই বিষয়টি আগেভাগে জানানো হয়েছে আয়োজকদের। কাগজে-কলমে টিটুই প্রধান কোচ, তবে মূল পরিকল্পনা তৈরি করছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ফ্লাইট বিলম্বের কারণে ঢাকা থেকে মামুনের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করার সুযোগ পাচ্ছেন তিনি। এতে ম্যাচ পরিকল্পনা ও একাদশ গঠনে দিকনির্দেশনা পাবেন মামুন।
হেড কোচের অসুস্থতা দলের মানসিক অবস্থায় প্রভাব ফেললেও খেলোয়াড়রা মনোযোগী নিজেদের কাজে। ম্যানেজার শাহীন হাসান বলেন, “খেলোয়াড়রা সবাই ম্যাচের দিকে ফোকাস করেছে। দায়িত্ব সম্পর্কে সবাই সচেতন। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে অন্তত একটি পয়েন্ট অর্জন করতে।”
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল আসরে কখনোই খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বাছাই পর্ব থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশ নেবে। ভিয়েতনাম ছাড়া বাংলাদেশের গ্রুপে রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর।
এসএস/এসএন