বক্স অফিসে ঝড় তুলল শহিদ কাপুরের ‘কবির সিং’  

 

শহিদ কাপুর ও কিয়ারা আদভানি জুটির ‘কবির সিং’। বহুল আলোচিত এই বলিউড ছবিটি ছিল তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র রিমেক।

২১ জুন (শুক্রবার) ছবিটি ভারতজুড়ে ৩ হাজার ১২৩টি হলে মুক্তি পায়। এরপর থেকে এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।  

রিমেক ছবি হয়েও মুক্তির প্রথম দিনে ‘কবির সিং’ আয় করেছে মোট ২০ কোটি ২১ লাখ রুপি। যা রীতিমত অবাক করার মতই।

এর আগে, গেলো বছর মুক্তি পাওয়া শহিদ কাপুরের ‘পদ্মাবৎ’ ছিল ক্যারিয়ারে প্রথম দিনে সর্বোচ্চ আয় (১৯ কোটি রুপি) করা সিনেমা। এবার সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছে ‘কবির সিং’।

মূলতঃ ২০১৭ সালে মুক্তি পাওয়া বিজয় দেবরকোন্ডা অভিনীত তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল রিমেক হওয়ায় শুরু থেকেই ভারতে আলোচনায় ছিল ‘কবির সিং’। যা এবার আয়ের দিক থেকে রীতিমত সাড়া ফেলেছে বিশ্বজুড়ে।

অবশ্য শহিদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক যেমনটা দলে দলে হলে গিয়েছে, ঠিক তেমনই হুবহু কপি হওয়ায় সমালোচনা ঝড়ও বইছে সিনেমাটিকে ঘিরে।

এই ধরনের সমালোচনা করতে ছাড়েননি ইন্ডিয়া টুডের চলচ্চিত্র সমালোচক অনন্যা ভট্টাচার্যও। তিনি ‘কবির সিং’কে ৫-এ দিয়েছেন মাত্র ১.৫ নম্বর। অর্থাৎ ছবিটি দেখে যতটা মুগ্ধ হয়েছেন তিনি, তার চেয়ে বেশি সমালোচনা করেছেন।

সিনেমাটি দেখে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ২ ঘণ্টা ৩৪ মিনিটের এই গল্পে ১২০ মিনিটই নায়ক মদ্যপান, মাতলামি, কোকেইন নেয়া, শরীরে সূঁচ ফোটানো, মারামারি, গার্লফ্রেন্ডকে থাপ্পড় দেয়া, তার সঙ্গে চেঁচামেচি করে কাটিয়েছেন। বাকি ২৪ মিনিট তার কষ্ট দেখেই শেষ হয়, অতঃপর ‘হ্যাপি এন্ডিং’ দেখে বাড়ি ফিরলাম। আসলে ছবিটিতে তেমন কী ছিল, বুঝতেই পারলাম না।

এদিকে, সন্দ্বীপ রেড্ডি পরিচালিত ‘কবির সিং’ সিনেমার নায়ক শহিদ কাপুর হচ্ছেন এক মেডিকেল শিক্ষার্থী, যিনি কিনা প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। বাকিটা ইতিহাস...।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024