দেশে ছ’মাসে ২৮ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা

বাংলাদেশে আগামী ছয় মাসে ২৮ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা করেছে ইউনিসেফ। স্বাস্থ্য ও পুষ্টিজনিত নানা সমস্যার কারণে সর্বোচ্চ পাঁচ বছর বয়সের এই শিশুদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জন হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষণার বরাত দিয়ে তারা এ আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিতে ক্ষুধা, অপুষ্টি ও অন্য রোগে এসব শিশুর মৃত্যু হতে পারে।

করোনাকালে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। দরিদ্র পরিবারগুলোর তিন বেলার খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে। আবার সংক্রমণের ভয়ে শিশুদের স্বাস্থ্যকেন্দ্রেও নেয়া হচ্ছেনা। ফলে তারা জীবন রক্ষাকারী প্রয়োজনীয় টিকাও পাচ্ছেনা।

করোনাকালে শিশুরা অন্য রোগেও আক্রান্ত হচ্ছে বেশি । এই সময়ে অর্ধেক শিশু বিভিন্ন রোগের টিকা নিতে পারেনি। লকডাউনের কারণে গত তিন মাস বলতে গেলে শিশুদের ১০টি রোগের ছয়টি জীবন রক্ষাকারী টিকা দেয়া বন্ধ ছিলো। কারণ যখন শুরু হয়, তখন অনেক শিশুর অভিভাবক করোনার কারণে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নেননি।

এসব কারণে শিশুরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। মহামারির পরোক্ষ কারণে তাই আগামী ছয় মাসে বাংলাদেশে ২৮ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা আছে। খবর ডয়েচে ভেলে

 

টাইমস/জিএস

Share this news on: