ইসি ভবনে অগ্নিকাণ্ড : ইভিএমের ক্ষয়ক্ষতি

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রোববার রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান।

এর আগে রাত ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ উল আলম। তিনি বলেন, এটা বড় ধরনের আগুন নয়, মোটামুটি ছোট্ট অগ্নিকাণ্ড। আগুন কিভাবে লেগেছে এবং ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ডে কিছু ইভিএমের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে পরবর্তীতে খোঁজ নিয়ে জানানো হবে। তবে, ভোটার ডেটাবেইজের কোনো ক্ষতি হয়নি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত।

খবর পেয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে জানান, ইসি ভবনের বেইজমেন্টে প্রায় সাড়ে ৪ হাজার ৫০০ ইভিএম ছিল। ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিস পৃথক দুটি কমিটি গঠন করেছে। ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on: