বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। এরই মধ্যে স্পর্শ করেছে ৩ হাজার ৫৫০ ডলারের নতুন মাইলফলক। মূলত যুক্তরাষ্ট্রে দুর্বল কর্মসংস্থান তথ্য ও সুদের হার কমার প্রত্যাশার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়িয়ে দিয়েছে মূল্যবান এই ধাতুর চাহিদা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছে। আর যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে চাকরির সুযোগ প্রত্যাশার চেয়ে বেশি হারে কমেছে এবং নতুন নিয়োগও ছিল মাঝারি পর্যায়ের। এতে শ্রমবাজারের চাপ কমার ইঙ্গিত মিলেছে। এ খবরে ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা আরও জোরদার হয়েছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, এ সম্ভাবনা এখন ৯৮ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ৯২ শতাংশ।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড গড়েছিল। পরিসংখ্যান দুর্বল আসায় দামকে আরও উর্ধ্বমুখী হতে সাহায্য করেছে। পরবর্তী লক্ষ্যমাত্রা হবে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার।’

এদিকে, দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর কারণে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, সম্প্রতি ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সুদহার কমানোর পক্ষে মত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই নির্ভর করবে এ প্রক্রিয়ার গতি।’

হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, 'মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা আরও কমাচ্ছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।'

অন্যদিকে, ইউরোজোনের অর্থনীতি আগস্ট মাসেও ধীরগতিতে প্রসারিত হয়েছে। অনিশ্চিত পরিস্থিতি এবং কম সুদহারের পরিবেশ বুলিয়নের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

জ্যানার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, ‘স্বর্ণের ঊর্ধ্বমুখীতা এখনও চলমান। স্বল্প ও মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে। আর আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ স্বর্ণের দর ৪ হাজার ডলারের মাইলফলক ছুঁতে পারে।’

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩৪ ডলারে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪৩৪ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৫৫ দশমিক ০৫ ডলারে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্য হোক: জামায়াত আমির Nov 04, 2025
img
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ Nov 04, 2025
img
শীত মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের আভাস Nov 04, 2025
img
অধিভুক্ত সব কলেজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ Nov 04, 2025
img
কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত Nov 04, 2025
img
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় আপ বাংলাদেশ Nov 04, 2025
img
ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন Nov 04, 2025
img
বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থান পাননি কণ্ঠশিল্পী বেবী নাজনীন Nov 04, 2025
img
কক্সবাজারে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার Nov 04, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 04, 2025
সংসদের নতুন ১০০ আসন দুর্নীতির নতুন দরজা খুলবে: ব্যারিস্টার ফুয়াদ Nov 04, 2025
কার্যক্রমে বাধা পাওয়া জিয়া হল থেকেই রাকসু প্রতিনিধিদের কার্যক্রম শুরু! Nov 04, 2025
img
গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Nov 04, 2025
আসন্ন ত্রয়োদশ নির্বাচন যেভাবে সম্পন্ন হবে জানালেন আনসার মহাপরিচালক Nov 04, 2025
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, প্রার্থী খালেদা জিয়া ও তারেক Nov 04, 2025
চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা Nov 04, 2025
জন্মদিনে মান্নাতে কিং খানের অনুপস্থিতি Nov 04, 2025
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্ক Nov 04, 2025
সত্য ঘটনার সিনেমা ‘ট্রাইব্যুনাল’ এ তারকার ঢল Nov 04, 2025
img
শেরপুরে বিএনপির আস্থা ৩ সম্ভাব্য প্রার্থীর ওপর Nov 04, 2025