চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় তিনি এজাহারভুক্ত ৫৬ নম্বর আসামি।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, হামলার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী এ হান্নান। এর আগে বুধবার হাটহাজারী মডেল থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত। আর পাঁচজন তদন্তে প্রাপ্ত আসামি।
গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেলে চবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী মডেল থানায় মামলা করে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় এক হাজার জনকে আসামি করা হয়।
ইউটি/টিএ