‘চবির জমিদার’ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দলটির চট্টগ্রাম উত্তর জেলার কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম।

তিনি বলেন, কেন্দ্রীয় জামায়াতের অনুমোদন সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উত্তর জেলা জামায়াত জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।

জামায়াত মনে করে এ বক্তব্য মো. সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াত মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে, এ জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সবার সজাগ দৃষ্টি কামনা করছি।

হাটহাজারী উপজেলা জামায়াত নেতা মো. সিরাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার। ইতোমধ্যে তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম একটি বক্তব্য দেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন চবি শিক্ষার্থীরা। বক্তব্যে তিনি বলেন, আমাদের সম্মান করতে হবে, আর সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরাই তৈরি করবো। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তবে জনগণ হিসেবে যা করা প্রয়োজন আমরা তা সামনে করবো, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই সভা করেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম। 

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক Sep 08, 2025
img
আন্দোলনে নৈরাজ্যবাদীরা ঢুকে পড়েছে : নেপালের সরকার Sep 08, 2025
img
হেনস্তার শিকার কলকাতার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় Sep 08, 2025
img
জিয়াউর রহমানকে হত্যাকারীরাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে: ফখরুল Sep 08, 2025
img
বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে চট্টগ্রাম বন্দরের আয় বাড়বে: উপদেষ্টা সাখাওয়াত Sep 08, 2025
img
জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না: তারেক রহমান Sep 08, 2025
img
সিরিজ জয়ের অর্থ বন্যার্তদের দিলেন আফ্রিদি-ফখর জামানরা Sep 08, 2025
img
পপ সম্রাটের সঙ্গে ১৫ মিনিটের সাক্ষাৎ, স্মৃতিচারণ শুভ্র দেবের Sep 08, 2025
img
ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ৩৬০০ ডলার ছাড়ালো Sep 08, 2025
img
জলবায়ু নিয়ে কথাবার্তা বেশি হলেও কাজ কম হয়: অর্থ উপদেষ্টা Sep 08, 2025
img
সন্তানের পরিকল্পনা নেই, জীবনের নতুন সিদ্ধান্তে অভয় দেওল Sep 08, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে গানের মানুষ কী করে খাবে, প্রশ্ন রাজীবের Sep 08, 2025
img
৫৯ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি Sep 08, 2025
img
বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণে আশফাক নিপুণ Sep 08, 2025
img
অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত Sep 08, 2025
img
চলতি মাসেই নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় এনসিপি Sep 08, 2025
img
এ বছরও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ Sep 08, 2025
ঢাবির শিক্ষার্থীই নন অথচ তিনি প্রার্থী! অবশেষে খেলেন ধরা! Sep 08, 2025
জাকসু নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট Sep 08, 2025
img
চলতি মাসেই নতুন দল নিবন্ধন শেষ করার কথা জানিয়েছে ইসি: মুসা Sep 08, 2025