ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত নেতার নাম মাসুদ রানা (৩৪)। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির (এনসিপি) সদস্য এবং তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আব্দুল আজিজের সন্তান।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় এ হামলা করা হয় বলে জানান মাসুদ রানা।
তারাকান্দা থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর এনসিপি নেতা মাসুদ রানা তারাকান্দা যাওয়ার পথে কাশিগঞ্জ বাজার ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে ১০-১২ জন যুবক মাসুদ রানার পথ গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত মাসুদ রানার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।
একপর্যায়ে হামলাকারীরা চলে যায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত ছাত্র-জনতা রাস্তায় নেমে পড়ে।
ঘটনায় উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। এ সময় কাশিগঞ্জ বাজার এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজমান হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতানসহ পুলিশের একটি দল সরেজমিন উপস্থিত হয়। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের কথা উপস্থিত জনতাকে পুলিশ জানালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পিএ/টিএ