ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

রাত পোহালে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। এতে ভোটগ্রহণ হবে ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে আর সেই ভোট গণনার জন্য থাকছে অত্যাধুনিক ১৪টি মেশিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ভিন্ন পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন বলে ধারণা করছেন প্রার্থী ও নির্বাচনের পর্যবেক্ষকরা। 

ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ওএমআর শিটে পছন্দের প্রার্থীর ব্যালটের পাশে থাকা ঘরে ক্রস চিহ্ন এঁকে ভোট দিতে পারবেন। বিকেলে ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। অত্যাধুনিক মেশিনে এ ভোট গণনা করা হবে। ফলে রাতের প্রথম অংশেই ঘোষণা করা হবে ফলাফল। ফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। কেন্দ্রীয় সংসদের জন্য পাঁচ পাতার ব্যালট পেপার থাকবে। আর হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারের ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। আটটি ভোটকেন্দ্রে মোট ১৪টি অত্যাধুনিক মেশিন থাকবে। ভোটগ্রহণ শেষে এসব মেশিনে নির্ভুলভাবে ভোট গণনা করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা অত্যাধুনিক মেশিনে ভোটগুলো গণনা করবো। খুব বেশি সময় লাগবে না। কোনো সন্দেহ-সংশয় থাকলে একাধিকবারও গণনা করা যেতে পারে। ছয় পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফরমে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হবে। কেন্দ্রীয় সংসদের ভোটের জন্য যে ব্যালট থাকবে, তাতে পৃষ্ঠা থাকবে পাঁচটি। আর হল সংসদের ওএমআর শিট হবে এক পৃষ্ঠার। ভোটারপ্রতি ব্যালট পেপারের পৃষ্ঠা থাকবে ছয়টি।

তিনি আরও বলেন, আমরা যে মেশিন ব্যবহার করবো, তার কোনোটির স্ক্যানিং স্পিড থাকবে ঘণ্টায় ৫০০০ পাতা, আবার কোনোটির স্ক্যানিং স্পিড ৮০০০ পাতা। ভোটারপ্রতি ছয় পাতার ব্যালট হিসাব করলে দেখা যাবে, যে মেশিনগুলোর স্পিড ঘণ্টায় ৫০০০ পাতা, সেগুলো দিয়ে ৮০০ থেকে ৮৫০ জন ভোটারের ব্যালট গণনা করা যাবে। আবার যে মেশিনে ঘণ্টায় ৮০০০ পাতার স্পিড, তা দিয়ে ঘণ্টায় ১৩০০-১৩৫০ ভোটারের ব্যালট গোনা হয়ে যাবে।

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, সর্বনিম্ন হিসাবটা ধরলেও আমরা ঘণ্টায় ১২ হাজার ভোটারের দেওয়া ভোট (৬ পৃষ্ঠার ব্যালট) গুনে ফেলতে পারবো। যদি ৩০ হাজার ভোট পড়ে তাহলে তো আমাদের লাগবে বড়জোর তিন ঘণ্টা। যদি কোথাও রিপিট গণনা করি, তাহলে হয়তো আরও কিছু সময় লাগতে পারে। সেজন্য আমরা বলেছি, রাতের প্রথমাংশেই ফল ঘোষণার প্রস্তুতি আমাদের আছে। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবো।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা ভিপি প্রার্থীর Sep 09, 2025
img
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ! Sep 09, 2025
img
ঢাবির প্রবেশপথ ও আশপাশে ভিড় বাড়ছে রাজনৈতিক কর্মীদের Sep 09, 2025
img
দেশ ছেড়ে পালাতে পারেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি Sep 09, 2025
img
‘শিবিরের নির্বাচন মানি না’ স্লোগানে সরব টিএসসি Sep 09, 2025
img
শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচন Sep 09, 2025
img
নেপালে একসঙ্গে আরও ৩ মন্ত্রীর পদত্যাগ Sep 09, 2025
img
শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের Sep 09, 2025
img

হিমালয়ার ফ্লাইট বাতিল

নেপালের আকাশে ঘণ্টাখানেক ঘুরপাক খেয়ে ঢাকায় ফিরল বিমান Sep 09, 2025
img
প্রবাসীরাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন : ইসি সচিব Sep 09, 2025
img
রাকসুতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সনাতন ধর্মের সুজন Sep 09, 2025
img
আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই: আব্দুল কাদির Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের ফলাফল হবে ভবিষ্যতের বড় অংক : জয় Sep 09, 2025
img
নেপালে বসবাসরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস Sep 09, 2025
img
বয়স ১৬ হলেই পাবে এনআইডি : ইসি সচিব Sep 09, 2025
img
উত্তপ্ত নেপাল, ঢাকায় ফিরতে পারছেন না জামালরা Sep 09, 2025
img
নেপালের অস্থিতিশীলতায় ভারতের সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা Sep 09, 2025
img
নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল Sep 09, 2025
img
প্লিজ ভোট দিতে আসেন, যারে খুশি ভোট দেন : মেঘমল্লার বসু Sep 09, 2025
img
শিবির প্রার্থীর ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন রয়েছে : আবিদ Sep 09, 2025