ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

রাত পোহালে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। এতে ভোটগ্রহণ হবে ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে আর সেই ভোট গণনার জন্য থাকছে অত্যাধুনিক ১৪টি মেশিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ভিন্ন পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন বলে ধারণা করছেন প্রার্থী ও নির্বাচনের পর্যবেক্ষকরা। 

ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ওএমআর শিটে পছন্দের প্রার্থীর ব্যালটের পাশে থাকা ঘরে ক্রস চিহ্ন এঁকে ভোট দিতে পারবেন। বিকেলে ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। অত্যাধুনিক মেশিনে এ ভোট গণনা করা হবে। ফলে রাতের প্রথম অংশেই ঘোষণা করা হবে ফলাফল। ফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। কেন্দ্রীয় সংসদের জন্য পাঁচ পাতার ব্যালট পেপার থাকবে। আর হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারের ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। আটটি ভোটকেন্দ্রে মোট ১৪টি অত্যাধুনিক মেশিন থাকবে। ভোটগ্রহণ শেষে এসব মেশিনে নির্ভুলভাবে ভোট গণনা করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা অত্যাধুনিক মেশিনে ভোটগুলো গণনা করবো। খুব বেশি সময় লাগবে না। কোনো সন্দেহ-সংশয় থাকলে একাধিকবারও গণনা করা যেতে পারে। ছয় পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফরমে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হবে। কেন্দ্রীয় সংসদের ভোটের জন্য যে ব্যালট থাকবে, তাতে পৃষ্ঠা থাকবে পাঁচটি। আর হল সংসদের ওএমআর শিট হবে এক পৃষ্ঠার। ভোটারপ্রতি ব্যালট পেপারের পৃষ্ঠা থাকবে ছয়টি।

তিনি আরও বলেন, আমরা যে মেশিন ব্যবহার করবো, তার কোনোটির স্ক্যানিং স্পিড থাকবে ঘণ্টায় ৫০০০ পাতা, আবার কোনোটির স্ক্যানিং স্পিড ৮০০০ পাতা। ভোটারপ্রতি ছয় পাতার ব্যালট হিসাব করলে দেখা যাবে, যে মেশিনগুলোর স্পিড ঘণ্টায় ৫০০০ পাতা, সেগুলো দিয়ে ৮০০ থেকে ৮৫০ জন ভোটারের ব্যালট গণনা করা যাবে। আবার যে মেশিনে ঘণ্টায় ৮০০০ পাতার স্পিড, তা দিয়ে ঘণ্টায় ১৩০০-১৩৫০ ভোটারের ব্যালট গোনা হয়ে যাবে।

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, সর্বনিম্ন হিসাবটা ধরলেও আমরা ঘণ্টায় ১২ হাজার ভোটারের দেওয়া ভোট (৬ পৃষ্ঠার ব্যালট) গুনে ফেলতে পারবো। যদি ৩০ হাজার ভোট পড়ে তাহলে তো আমাদের লাগবে বড়জোর তিন ঘণ্টা। যদি কোথাও রিপিট গণনা করি, তাহলে হয়তো আরও কিছু সময় লাগতে পারে। সেজন্য আমরা বলেছি, রাতের প্রথমাংশেই ফল ঘোষণার প্রস্তুতি আমাদের আছে। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবো।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্য হোক: জামায়াত আমির Nov 04, 2025
img
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ Nov 04, 2025
img
শীত মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের আভাস Nov 04, 2025
img
অধিভুক্ত সব কলেজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ Nov 04, 2025
img
কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত Nov 04, 2025
img
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় আপ বাংলাদেশ Nov 04, 2025
img
ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন Nov 04, 2025
img
বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থান পাননি কণ্ঠশিল্পী বেবী নাজনীন Nov 04, 2025
img
কক্সবাজারে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার Nov 04, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 04, 2025
সংসদের নতুন ১০০ আসন দুর্নীতির নতুন দরজা খুলবে: ব্যারিস্টার ফুয়াদ Nov 04, 2025
কার্যক্রমে বাধা পাওয়া জিয়া হল থেকেই রাকসু প্রতিনিধিদের কার্যক্রম শুরু! Nov 04, 2025
img
গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Nov 04, 2025
আসন্ন ত্রয়োদশ নির্বাচন যেভাবে সম্পন্ন হবে জানালেন আনসার মহাপরিচালক Nov 04, 2025
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, প্রার্থী খালেদা জিয়া ও তারেক Nov 04, 2025
চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা Nov 04, 2025
জন্মদিনে মান্নাতে কিং খানের অনুপস্থিতি Nov 04, 2025
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্ক Nov 04, 2025
সত্য ঘটনার সিনেমা ‘ট্রাইব্যুনাল’ এ তারকার ঢল Nov 04, 2025
img
শেরপুরে বিএনপির আস্থা ৩ সম্ভাব্য প্রার্থীর ওপর Nov 04, 2025