গাজীপুরে ৩০ লাখ টাকার পলিথিন জব্দ

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে প্রায় ১২ টন প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার দুপু‌রে জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অধিদপ্তর যৌথভা‌বে অভিযান চালায়। এতে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদাল‌ত পরিচালনা ক‌রেন।

প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ করার ঘটনার বিবরণ দিতে গিয়ে গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজা‌রে নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন বি‌রোধী অভিযান চালা‌নো হয়। প‌রে ওই বাজা‌রে পাঁচটি প‌লি‌থিন বি‌ক্রির দোকা‌ন থে‌কে প্রায় ১২ ট’ প‌লি‌থিন ব্যাগ জব্দ করা হয়। এ সময় এক প‌লি‌থিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি বলেন, ‘জব্দ করা প‌লি‌থিন শ‌পিং ব্যা‌গের মূল্য আনুমা‌নিক ৩০ লাখ টাকা।’

ভ্রাম্যমাণ আদাল‌তের উপ‌স্থি‌তি টের পে‌য়ে অন্য প‌লি‌থিন ব্যবসায়ীরা পা‌লি‌য়ে যায় বলে তিনি জানান।

অভিযানের সময় উপ‌স্থি‌ত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের প‌রিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, আব্দুর রাজ্জাক ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা।

 

টাইমস/এসআই

Share this news on: