ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদির বলেছেন, আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড পেইজে তিনি এ কথা লিখেছেন।
আব্দুল কাদির বলেন, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ও ছাত্রদলকে নির্বাচনে কারচুপি ও অনিয়ম করতে সহযোগিতা করেছে।
এর আগে তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেন, সবাই ভোটকেন্দ্রে আসুন। প্রতিটি শিক্ষার্থী ভোট দেবেন যেন কুচক্রী মহল যতই কারচুপি করে, অনিয়ম করে; তাদের জেতার কোনো সুযোগ না থাকে। শুধু আপনাদের উপস্থিতিই আমাদের বিজয়ের আসল নিরাপত্তা। ডাকসুকে বাঁচান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচান।